ম্যাচসেরা হয়ে সালাউদ্দিনকে কৃতিত্ব দিলেন সুপ্তা
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের শেষ ম্যাচে আজ সোমবার ৭ উইকেটের জয় পেয়েছে টাইগ্রেসরা। ব্যাট হাতে এদিন ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের উন্নতির কৃতিত্ব দিয়েছেন কোচ সালাউদ্দিনকে। সুপ্তা বলেন, ‘প্রথমত হচ্ছে কোচের প্রতি বিশ্বাস থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। স্যার যে কাজগুলো করিয়েছে, প্রথমত টেকনিক্যাল অনেক জিনিস চেঞ্জ করলে প্রথমে যেকোনো ব্যাটার নিতে চায় না। কারণ দীর্ঘদিন আপনি খেলার পর আপনার টেকনিক্যাল কিছু পরিবর্তন করলে অনেক সময় আনইজি লাগে।'
'আমার যে বিশ্বাস ছিল স্যারের প্রতি, উনি আমাকে যে ড্রিলটা করাতো, আমি খুব বিশ্বাস নিয়ে প্রসেসটা মেনে করার চেষ্টা করতাম। এখনও অনেক কিছু নিয়ে তর্ক হয়। আমাদের খেলা নিয়ে অনেক তর্ক হয়, অনেক আলোচনা হয়। কিন্তু হ্যাঁ, আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। স্যারের কাছে অনুশীলন করে আমার গেম সেন্স বেড়েছে।’-যোগ করেন তিনি।
সুপ্তা আরো বলেন, ‘বরাবরই (মেন্টাল সাপোর্ট দেন)। এই সিরিজ না, শেষ ছয় মাস। উনি আমাকে ছোটবেলা থেকেই মানসিক সমর্থন দিচ্ছেন। হয়তো উনাদের সমর্থনের কারণে ক্রিকেটটা খেলে যাচ্ছি এখনও।’
সিরিজের মধ্যেও সালাউদ্দিনের সঙ্গে কথা হয়েছে সুপ্তার, ‘হ্যাঁ, সিরিজ চলাকালীন কথা হয়েছে। আজকে যেমন লেফট আর্মে আউট হয়েছি। লেফট আর্মে বের হতে নিষেধ করেছিলেন। আবার হয়তো ফোন করে বকা দিতে পারেন। টুকটাক টেকনিক্যাল বিষয়গুলো সে অবজার্ভ করছে। কোচ হিসেবে উনি তো আমাকে অবজার্ভ করেন, পিংকির সঙ্গে কথা হয়। আমরা তার আন্ডারে যারা প্র্যাক্টিস করেছি,আমাদের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে তার সঙ্গে কথা হয়।’
এসএইচ/এইচজেএস