মাঠেই জ্ঞান হারিয়ে হাসপাতালের আইসিইউতে ইতালিয়ান তারকা
চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলের সবচেয়ে জমজমাট আসর চলছে ইতালিয়ান সিরিআ–য়। শীর্ষ ৫ দলের মধ্যে যেখানে ব্যবধান মোটে ১ পয়েন্টের। সবশেষ ম্যাচে জয় পেয়ে নাপোলি অবশ্য সেই ব্যবধান নিয়ে গিয়েছিল ৫ পয়েন্টে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান এবং ফিওরেন্টিনা দুই দলই আছে নাপোলিকে ছুঁয়ে ফেলার রেইসে। পয়েন্ট টেবিলের ৩ এবং ৪ এ থাকা দলের ম্যাচটায় ছিল তাই বাড়তি উন্মাদনা।
কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচই পরিত্যক্ত হয়েছে মাত্র ১৭ মিনিটের খেলার পর। খেলার মাঝেই ফিওরেন্টিনার ইতালিয়ান মিডফিল্ডার এদুয়ার্ডো বোভে মাঠে লুটিয়ে পড়েন। ম্যাচে ভিএআর চেক করার সময় খেলা যখন বন্ধ ছিল, সে সময় জুতোর ফিতা বাঁধতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
মাঠে পড়ে যাওয়া পর দুই দলের ফুটবলাররা তার দিকে ছুটে যান। রেফারি এবং তার সতীর্থরা দ্রুত ফিজিওদের মাঠে ডাকেন। মেডিকেল টিম দ্রুত মাঠে পৌঁছে বোভেকে ঘিরে চিকিৎসা শুরু করেন। এসময় ইউরোপিয়ান রীতি রক্ষা করে দুই দলের খেলোয়াড়রা তাকে ঘিরে মানবদেয়াল করে রেখেছিলেন। তবে মাঠে অ্যাম্বুলেন্স আসতে বেশ খানিকটা সময় পেরিয়ে যায়।
শেষ পর্যন্ত বোভেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কাই ইতালিয়ার খবর অনুযায়ী, অ্যাম্বুলেন্সে থাকাকালেই তার জ্ঞান ফিরেছিল। তবে এরপরে হাসপাতালেই তাকে নিয়ন্ত্রিত ওষুধের মাধ্যমে কোমায় নেয়া হয়েছে। সাধারণত মস্তিষ্কে অতিরিক্ত চাপ এড়াতেই এমন নিয়ন্ত্রিত কোমার ব্যবস্থা করা হয়। চিকিৎসাশাস্ত্রে যাকে বলা হয়, মেডিক্যালি ইনডিউসড কোমা (medically induced coma)।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বোভেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে, ফিওরেন্টিনা ও ইন্টারের খেলোয়াড়রা মানসিকভাবে খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। যে কারণে শেষ পর্যন্ত ওই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আরও পড়ুন
চলতি মৌসুমের শুরুতে রোমা থেকে ফিওরেন্টিনার ধারে খেলতে এসেছেন এডোয়ার্ডো বোভে। চলতি মৌসুমে ফিওরেন্টিনার হয়ে ১১ ম্যাচে একটি গোলও করেছেন তিনি।
জেএ