বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান বিসিবি সভাপতি
চলতি মাসের ৩০ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১১তম আসরের। তার আগে আজ (রোববার) উন্মোচন করা হয়েছে মাস্কটও। সবমিলিয়ে এবারের বিপিএলকে অন্য যে কোনো আসরের চেয়ে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় বিসিবি।
ফারুক বলেন, 'মাঠের বিপিএল আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। তারুণ্যকে সম্পৃক্ত করতে চাচ্ছি। সেদিক থেকে বিবেচনা করলে, বেশ কিছু পদক্ষেপ নিয়েছি যা আগে কখনও হয়নি। শুরু হলো, আশা করি সমাপ্তি সুন্দরভাবেই হবে।'
বিপিএলে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি নিয়ে ফারুক বলেন, 'এটা প্রধান উপদেষ্টার অফিস থেকে করা হয়েছে। খেলা চলাকালে ২-১ জন সম্মানিত অতিথি আসবেন বিদেশ থেকে।'
নারী বিপিএল নিয়ে ফারুক আহমেদ বলেন, 'চমৎকার একটা আইডিয়া। এই বোর্ড নারী ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমরা অনূর্ধ্ব-১৯ শুরু করেছি। চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা আরও কত বাড়ানো যায়। দেখতে হবে বিপিএল করার সক্ষমতা তৈরি হয়েছে কি না। চেষ্টা করতে পারি, তারপর দেখা যাবে কী হয়।'
তবে ছেলেদের বিপিএলে বিসিবির সব মনোযোগ ফারুক বলেন, 'তবে আমরা ছেলেদের বিপিএলকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই। যদিও আমি আসার পর এটা প্রথম বিপিএল, এই পরিচালনা পর্ষদের অধীনে শেষ বিপিএল। পরের বছর আমি থাকি বা যে-ই থাকুক, আশা করব পরের বিপিএলে যেন বড় ফ্র্যাঞ্চাইজিরা থাকে, লম্বা সময়ের জন্য হয়। প্রতি বছর ২-৩টা নতুন দল কোনো টুর্নামেন্টের জন্য ভালো না।'
এসএইচ/এফআই