প্রিমিয়ার লিগে আবাহনী ও রহমতগঞ্জের জয়ে শুরু
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম রাউন্ডে আজ ছিল শেষ দিনের ম্যাচ। ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবকে ২-০ গোলে হারায় ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। তবে তাদের সেই জয়টি পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে। আবাহনী এবার বিদেশি ছাড়া খেলছে। আবাহনীর গোল পেতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আবাহনীকে লম্বা সময় আটকে রেখেছিল ইয়ংম্যান্স।
কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী গোলরক্ষককে পরাস্ত করে সমর্থকদের স্বস্তি এনে দেন (১-০)। আবাহনী ব্যবধান দ্বিগুণ করেছে পেনাল্টিতে৷ আবাহনীর একজনকে ট্যাকল করতে গিয়ে বক্সে ফেলে দিয়েছিলেন ইয়ংমেন্সের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। জাফর ইকবাল পেনাল্টি থেকে আবাহনীর জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন
একই দিনে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ৩-১ গোলে হারায় ফর্টিস এফসিকে। ম্যাচের সবগুলো গোল হয়েছে বিরতির পর। ৫৯ মিনিটে ঘানাইয়ান মিডফিল্ডার মামুদ ওশি এগিয়ে দেন রহমতগঞ্জকে। ৮ মিনিট পর মিশরীয় মিডফিল্ডার মোস্তফা কাহরাবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন স্থানীয় ডিফেন্ডার তাজ উদ্দিন। ৭০ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড ফেলিক্স তেতে তৃতীয় গোল করে ফর্টিস এফসিকে ম্যাচ থেকে ছিটকে দেন। ৭৪ মিনিটে ফর্টিসের মঞ্জুরুর রহমান মানিক গোলে পরাজয়ের ব্যবধান কমান।
দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার)। এর আগে ৩ ডিসেম্বর ফেডারেশন কাপের উদ্বোধন।
এজেড/জেএ