ওয়ানডে খেলে টেস্টের প্রস্তুতি নেবে ভারত
শেষবার অ্যাডিলেডে যখন ভারত টেস্ট খেলতে নেমেছিল, তখন নামের পাশে জুটেছিল ৩৬ রানে অলআউটের লজ্জা। গোলাপি বলের দিবারাত্রির টেস্টে এক অর্থে নাস্তানাবুদ হয়েছিল টিম ইন্ডিয়া। ২০২৪ সালে এসে বোর্ডার গাভাস্কার সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে ভারতকে আবার ফিরতে হচ্ছে সেই গোলাপি বলের টেস্টে। আর ভেন্যুটাও আগের মতোই অ্যাডিলেড।
দিবা-রাত্রির টেস্টে নামার আগে তারা ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল গোলাপি বলে। তবে শনিবার থেকে হতে চলা দু’দিনের প্রস্তুতি ম্যাচে বাদ সেঁধেছে বৃষ্টি। পুরো দিন বৃষ্টির পেটে যাওয়ার কারণে অনুশীলন করা যায়নি তাদের। দুই দিনের নির্ধারিত সূচিতে তাই অন্তত একদিনের খেলার সুযোগ পাচ্ছে তারা। তারই সুযোগ নিয়ে ৫০-ওভারের ম্যাচ খেলবে তারা।
সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা বৃষ্টি দেখেছে ক্যানবেরা। এরপর মাঠের কাভার সরিয়ে নেয়া হয়। মাঠে নেমেছিল ভারতীয় দলও। তবে ম্যাচ আর খেলা হয়নি তাদের। সাড়ে ৬টার পর আম্পায়াররা মাঠ পরীক্ষা করেন। কিন্তু গ্রাউন্ডসম্যানদের পক্ষ থেকে জানানো হয়, খেলা শুরুর মতো অবস্থায় নেই মাঠ। এরপর সন্ধ্যা ৭টার পর দিনের খেলা পরিত্যক্ত করা হয়।
আগামীকাল দুপুর ২টা ৪০ মিনিট থেকে আবার খেলা গড়াবে। তবে একদিনের খেলা হওয়ায় ৫০ ওভারের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার্স ইলাভেন এবং ভারত দল। শনিবারের টিকিটের অর্থ এরইমাঝে দর্শকদের ফিরিয়ে দেয়ার ঘোষণা দেয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টের আগে শক্তিশালী হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা দলে যোগ দিয়েছেন। পাশাপাশি চোট সারিয়ে ফিরে এসেছেন শুভমান গিলও। শুক্রবার শুভমানকে পুরোদমে অনুশীলন করতে দেখা গিয়েছে। থ্রোডাউনের বিরুদ্ধে খেলেছেন। এর পর সহকারী কোচ রায়ান টেন ডেসকাটকেও দেখা গিয়েছে গিলের ব্যাটিং নিয়ে কাজ করতে।
ভারতীয় বোর্ডের পোস্ট করা ভিডিও শুভমান গিল বলেছেন, ‘প্রথম দিন অনুশীলনে নেমেছি। মাঠের পরিবেশ অনুভব করার চেষ্টা করছিলাম। কোনও রকম ব্যথা এখনও রয়েছে কি না সেটা দেখে নিচ্ছিলাম। তবে আমি এবং কমলেশ ভাই (ফিজিয়ো) যা আশা করেছিলাম তার থেকে ভালই আছি। ফিটনেস নিয়ে আমি খুশি।’
জেএ