‘যা খুশি বলুন, রিয়ালই ইউসিএলের ফাইনাল খেলবে’
বর্তমানে ফুটবল কোচদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম কার্লো আনচেলত্তি। খেলোয়াড় ও কোচের ভূমিকায় তার অসংখ্য রেকর্ড রয়েছে। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জয়ের রেকর্ডে একমাত্র আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়েও তার পরিসংখ্যান বর্ণাঢ্য। তবে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না লস ব্লাঙ্কোসদের, কোচের চাকরি নিয়েও টানাটানি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে ২৪ নম্বরে থাকলেও, রিয়ালই ফাইনাল খেলবে বলে দাবি আনচেলত্তির।
একের পর এক চোট ও ইউসিএলে পাঁচ ম্যাচের মধ্যে তিন হারে বিপর্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সবশেষ ম্যাচে বুধবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের ২-০ গোলে হেরে এসেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে লিগ পর্বের ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ তারা খেলেই ফেলেছে। যেখান থেকে অ্যানচেলত্তির দল অর্জন করেছে মাত্র ৬ পয়েন্ট। বর্তমানে তারা আছে তালিকার ২৪তম স্থানে। রাউন্ড অব সিক্সটিনে সরাসরি কোয়ালিফাই করতে হলে থাকতে হবে পয়েন্ট টেবিলের ১ম থেকে ৮ম অবস্থানের মাঝে। লিগ পর্বের বাকি যখন ৩ ম্যাচ। তখন সেই জায়গা থেকে অনেকটাই দূরে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই পরিস্থিতিতে রিয়াল ও কোচ আনচেলত্তিকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিতর্ক উঠেছে কিলিয়ান এমবাপেকে রিয়ালে আনা নিয়েও। কারণ ফরাসি অধিনায়ক পিএসজির ধারাবাহিক ফর্ম দেখাতে পারছেন না স্প্যানিশ জায়ান্টদের হয়ে। এমনকি লিভারপুলের কাছে হারের রাতে তিনি পেনাল্টিও মিস করেছেন। সবমিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে লিলে, ইন্টার মিলান ও লিভারপুলের কাছে হারের পর ইউসিএল থেকে রিয়ালের বিদায় দেখছেন অনেকে।
— Fabrizio Romano (@FabrizioRomano) November 29, 2024
তবে এখনও আত্মবিশ্বাসে চিড় ধরেনি রিয়ালের ইতালিয়ান মাস্টারমাইন্ডের। স্বদেশি সাংবাদিক আলবার্টো সিরুতি কাছে দেওয়া মন্তব্যে বেশ দৃঢ়-ই শোনা গেছে আনচেলত্তির কণ্ঠ। মাদ্রিদের বর্তমান পরিস্থিতিতেও তিনি আশাবাদী হয়ে বলেছেন, ‘তাদের যা খুশি বলতে দিন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে, মিউনিখে।’
রিয়াল স্কোয়াডের সামর্থ্য এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরিসংখ্যান হয়তো সাহস যোগাচ্ছে আনচেলত্তিকে। ইউরোপসেরার টুর্নামেন্টটিতে গত আসরে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে চলতি মৌসুমের বাস্তবতাও তো মানতে হবে রিয়ালকে। দানি কারভাহাল ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য, থিবো কোর্তোয়া, এডার মিলিটাওরা আছেন ইনজুরিতে। ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েসরাও চোটের কারণে ম্যাচ হাতছাড়া করেছেন, ডেভিড আলাবা চোট সারলেও এখনও মাঠে ফিরতে পারেননি।
আরও পড়ুন
যদিও রিয়াল মাদ্রিদ ভক্তদের খুব একটা দুশ্চিন্তা করতে হচ্ছে না ইউসিএলের পরবর্তী ম্যাচগুলো নিয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে মোটামুটি সহজ ৩টা দলই অপেক্ষা করছে। তাদের প্রতিপক্ষ আটালান্টা, সালজবুর্গ এবং এই মৌসুমের আলোচিত দল ব্রেস্ত। পয়েন্ট টেবিলে এদের মাঝে আটালান্টা আছে ৫ম স্থানে, সালজবুর্গের অবস্থান ৩২। আর ব্রেস্ত আছে ১১তম স্থানে। সরাসরি সেরা ১৬–তে কোয়ালিফাই করতে হলে রিয়ালকে থাকতে হবে পয়েন্ট টেবিলের ৮ম স্থানের মাঝে।
এএইচএস