কেউ চালালেন, কেউ চড়লেন; ঢাকার রিকশায় তাদের অন্যরকম দিন
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজের ফাঁকে আজ (শুক্রবার) মিরপুরে রিকশায় অন্যরকম একটি দিন কাটালেন আইরিশ মেয়েরা।
ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছে ঢাকার রিকশা। বিদেশি ক্রিকেটাররা ঢাকায় এসে ঐতিহ্যের বাহনে চড়বেন না তা কি হয়! জীবনে প্রথমবারের মতো চড়লেন এবং অনেকে আগ্রহ নিয়ে রিকশা চালানোরও চেষ্টা চালালেন।
যদি আইরিশ ক্রিকেটাররা বাংলা জানতেন, রিকশা চালককে কি প্রশ্ন করতে পারতেন, চলুন একটু কল্পনা করা যাক। ওই ‘রিকশা (মামা) যাবা?’ ‘ভাড়া কত?; ‘যাবেন না কেন, ভাড়া একটু বেশি দেব চলেন’।
ছবিতে আইরিশদের মেয়েদের রিকশা ভ্রমণ
ছবি বিসিবির সৌজন্যে
এফআই