চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো পিসিবি
বহু জলঘোলা আর গুঞ্জনের পর এবার আইসিসিকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোনো আপষেই রাজি নয় তারা। ‘হাইব্রিড মডেল’ কিংবা আর্থিক ক্ষতিপূরণ নিতেও রাজি নয় তারা। বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে নিজেদের মনোভাব জানিয়ে দিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির চূড়ান্ত বৈঠকের আগেরদিন পাঠানো হলো এই পত্র।
চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা কোনোভাবেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি নয়। সেই সঙ্গে শুক্রবারের বৈঠকে এই বিষয়ে যেন কোনো আলোচনা করা না হয়, সেই ব্যাপারেও আইসিসিকে অনুরোধ জানিয়ে রেখেছে তারা।
সংবাদ সংস্থাকে পিটিআইকে পিসিবি-র এক সূত্র জানিয়েছে, ‘আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, কয়েক ঘণ্টা আগেই আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে হাইব্রিড মডেলের প্রসঙ্গ না তোলার কথা জানিয়ে দিয়েছে পিসিবি।’
যদিও এই কর্মকর্তা জানান, একটা পর্যায়ে এমন হাইব্রিড মডেলে রাজিও হয়ে গিয়েছিল পাকিস্তান। তবে এর সঙ্গে ছিল কঠিন এক শর্ত, ‘শুরুর দিকে তারা রাজি ছিল। তবে এ কথাও জানিয়েছিল, যদি এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এবং ভারত পাকিস্তানে না আসে, তা হলে ২০৩১ পর্যন্ত আইসিসির যেসকল প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে তার সবকটায় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।’
আরও পড়ুন
চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে অন্যান্য সব বিকল্প ভেবে দেখার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে এও উল্লেখ করেছে, হাইব্রিড মডেল কেবলমাত্র ভারতের স্বার্থকেই রক্ষা করে।
অন্য আরেকটি সূত্র জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে দেয়া হবে না এমন কোনো সরকারি নির্দেশনা পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত হাতে পায়নি। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী সেটি দেখাতেই হয়। পাশাপাশি কারণ ব্যাখ্যা করে জানাতে হয় কেন সেই দেশ খেলতে যাবে না। যদিও এসব আনুষ্ঠিকতার কোনোটিই ভারত পূরণ করেনি।
— SAMAA TV (@SAMAATV) November 28, 2024
পিসিবি তাদের চিঠিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং ভারতীয় বাজারের অবদানকে স্বীকার করে নিয়েছে। তবে এও জানিয়েছে, শেষ কিছু বৈশ্বিক আসরে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আইসিসির আয়ে অবদান রেখেছে।
জেএ