নিলামের শেষ ধাপে ১৪৩ জন, বাংলাদেশি কে আছেন?
প্রথম ধাপের ১১৬ জনের নিলাম পর্ব শেষ হয়েছে। সৌদি আরবের জেদ্দায় আজ (সোমবার) মেগা নিলামের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর শুরু হয়েছে অ্যাক্সিলারেটেড অকশন অর্থাৎ দ্রুততর নিলাম। এই পর্বের জন্য ১০ টি ফ্র্যাঞ্চাইজি ১৪৩ জন ক্রিকেটারের নাম জমা দিয়েছেন। এ তালিকা থেকে ক্রিকেটারদের নাম এখন নিলামে তোলা হবে।
ফ্র্যাঞ্চাইজিগুলোর জমা দেওয়া ১৪৩ জনের লিস্টে কারা আছেন কিংবা কারা বাদ পড়েছেন বিস্তারিত জানা যায়নি। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর লাইভ আপডেট বলছে, সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে নিলামে অংশ নেওয়া ইংলিশ সাবেক তারকা পেসার জেমস অ্যান্ডারসন বাদ পড়েছেন।
এ ছাড়া দলগুলোর আগ্রহের তালিকায় নেই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন কিংবা গ্লেন ফিলিপসও। প্রসঙ্গত, দ্বিতীয় দিনের নিলামের শুরুতে তাদের নাম তোলা হলেও কোনো দল আগ্রহ দেখায়নি।
আরও পড়ুন
ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্য বাদ পড়া খেলোয়াড়রা হলেন পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, দেবদূত পাডিকল এবং আজিঙ্কা রাহানে। এদিকে, নিলামে থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটারের কতজন ১৪৩ জনের অ্যাক্সিলারেটেড অকশনে জায়গা পেয়েছেন অথবা আদৌ কেউ আছেন কি না এ ব্যাপারে এখনই বিস্তারিত জানা যাচ্ছে না।
টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের থাকার সম্ভাবনা রয়েছে। তাকে নিয়ে আগ্রহ দেখাতে পারে চেন্নাইসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও ডাক পেতে পারেন।
দেখা যাক, বাংলাদেশের খেলোয়াড়দের সম্ভাব্যতায় থাকা দ্রুতগতির এই নিলামের আগে কোন দলের ঝুলিতে কত রুপি বাকি আছে। যদিও এখন পর্যন্ত সবচে বেশি অর্থ আছে ফিজের সাবেক দল চেন্নাইয়ের। আর তারই অন্য সাবেক দল দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে আছে সবচেয়ে কম অর্থ।
চেন্নাই সুপার কিংস - ১৩.২ কোটি
দিল্লি ক্যাপিটালস - ৩.৮ কোটি
গুজরাট টাইটান্স - ১১.৯ কোটি
কলকাতা নাইট রাইডার্স - ৮.৫৫ কোটি
লখনৌ সুপার জায়ান্টস - ৬.৮৫ কোটি
মুম্বাই ইন্ডিয়ান্স - ১১.০৫ কোটি
পাঞ্জাব কিংস - ১০.৯ কোটি
রাজস্থান রয়্যালস - ৬.৬৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১৪.১৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ - ৫.১৫ কোটি
এফআই/