বড় চমক, বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
চলতি বছরের সেপ্টেম্বরে তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া থেকে ভেসে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সুখবর এসেছিল। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের বেগুনি শিবির হোবার্ট হ্যারিকেন্সে ডাক পান এই বাংলাদেশি।
তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর। সবমিলিয়ে রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সুখবর মিলেছে এই স্পিন অলরাউন্ডারকে নিয়ে। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’ টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট চলবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, শুরুর দিকে দুটি ম্যাচ (২১ ও ২৭ ডিসেম্বর) খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে।
আরও পড়ুন
রিশাদের বিগ ব্যাশ দলে অবশ্য তারকার অভাব নেই। সতীর্থ হিসেবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের খুব চেনা কিছু মুখকে পাবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা তারকা ম্যাথু ওয়েড আর টিম ডেভিড দুজনেই আছেন এই দলে। আছেন অজি জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস এবং বেন ম্যাকডারমট।
রিশাদ বিগ ব্যাশে কোচ হিসেবে পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের শুরুতেই বেশ ভালো একটা পরিবেশ পাচ্ছেন রিশাদ।
হোবার্ট হারিকেন্স স্কোয়াড
চুক্তিবদ্ধ খেলোয়াড় : ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।
হেড অব স্ট্র্যাটেজি : রিকি পন্টিং
কোচ : জেফ ভন
এসএইচ/এএইচএস