ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। মূলত আঙুলের সেই ইনজুরিতে মাঠে বাইরে রয়েছেন তারকা এই ব্যাটার। তবে এর মধ্যেই জানা গেল আবারো দু:সংবাদ। আঙুলের চোট সেরে না উঠায় খেলতে পারবেন না ওয়ানডে সিরিজও। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্ভারযোগ্য একটি সূত্র।
তবে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে মুশফিকের। এদিকে নাজমুল হোসেন শান্তর চোট উন্নতির দিকে। কুচকির চোটে তাকে দেখা যায়নি টেস্ট সিরিজে। ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন শান্ত, তার আগে অপেক্ষা রয়েছে এমআরআই রিপোর্টের।
সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই ওয়ানডে দল ঘোষণা করবে বিসিবি। গুঞ্জন আছে, আবুধাবি টি-টেন লিগ শেষে এই ওয়ানডে দলে জায়গা করে নিতে পারেন সাকিব আল হাসানও।
আরও পড়ুন
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আর এই চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তখনই জানা যায়, টেস্ট সিরিজ মিস করবেন তিনি। ক্ষীণ আশা ছিল, ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার। সেই সম্ভাবনাও এবারে শেষ হয়ে গেল।
এসএইচ/জেএ