অজিদের হতাশা বাড়িয়ে জয়সওয়াল-রাহুলের দুর্দান্ত কামব্যাক
ভারত-অস্ট্রেলিয়ার পার্থ টেস্টের প্রথমদিন দেখে মনে হয়েছিল এই ম্যাচের আয়ু সম্ভবত দু’দিন। সব হিসেব উল্টে দিয়ে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখেছেন দুই সফরকারী ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। আগেরদিন ১৭ উইকেটের পতন দেখানো পার্থের পিচে আজ (শনিবার) পড়ল কেবল ৩ উইকেট। এরপর দিনের বাকিটা সময় অজিদের হতাশার গল্প লিখলেন জয়সওয়াল-রাহুল। দিন শেষ হওয়ার আগে তারা ওপেনিং জুটিতে ১৭২ রান তুলেছেন।
এর আগে প্রথম ইনিংসে স্বাগতিক প্যাট কামিন্সের দলকে মাত্র ১০৪ রানে গুটিয়ে দেয় ভারত। জাসপ্রিত বুমরাহ’র ফাইফার, হার্ষিত রানার ৩ ও মোহাম্মদ সিরাজের ২ উইকেটের বদৌলতে তারা লিড পায় ৪৬ রানের। অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করেছেন মিচেল স্টার্ক, এ ছাড়া অ্যালেক্স ক্যারি ২১ রান করেন। প্রথম ইনিংসে ভারত ১৫০ তুলে তিক্ত ফলের আশঙ্কা করছিল। উল্টো ৪৬ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসের রান মিলিয়ে তাদের পুঁজি দাঁড়াল বিনা উইকেটে ২১৮।
এদিন পুরো দুই সেশন সফলভাবে কাটিয়ে দিয়েছেন ভারতের ওপেনিং জুটি। ৫৭ ওভারেও কোনো সাফল্য পাননি প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া জশ হ্যাজলউড কিংবা কামিন্স-স্টার্করা। তাদের হতাশা বাড়াতে কিছুটা রয়েসয়ে শুরু করেন রাহুল-জয়সওয়াল। দৃঢ়চেতা ইনিংসে ধীরে ধীরে তারা অজি বোলারদের ওপর পুরো নিয়ন্ত্রণ নিয়েছেন। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হওয়া জয়সওয়াল আছেন সেঞ্চুরির পথে।
বাঁ-হাতি এই ব্যাটসম্যান ১৯৩ বলে ২ ছক্কা ও ৭ চারে ৯০ রান নিয়ে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে থাকা রাহুলের প্রথম ইনিংসের আউট নিয়ে কম বিতর্ক হয়নি। তার ব্যাট-বলের মাঝে স্পষ্ট ফাঁকা জায়গা দেখা গেলেও তৃতীয় আম্পায়ার তাকে আউট দেন। ২৬ রানে আউট হওয়ার সেই হতাশা রাহুল মিটিয়েছেন পরের ইনিংসে। এখন পর্যন্ত ১৫৩ বলে তিনি ৬২ রানে অপরাজিত আছেন। কতটা মাটি কামড়ে ব্যাট করেছেন সেটি তার বাউন্ডারি সংখ্যা দেখলেই বোঝা যায়, কারণ তিনি ৪ মেরেছেন স্রেফ ৪টি।
ভারতের ঘুরে দাঁড়ানোর এই ইনিংসে অবশ্য দুই ওপেনার একটি রেকর্ডও গড়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে একই ইনিংসেই দুই ভারতীয় ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংস দেখা গেল দীর্ঘ ৩৮ বছর পর। সবশেষ ১৯৮৬ সালে টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার (১৭২) ও কৃষ্ণামাচারি শ্রীকান্ত (১১৬)। রাহুল-জয়সওয়ালের সামনেও একসঙ্গে সেঞ্চুরির সেই সুযোগ হাতছানি দিচ্ছে।
এএইচএস