আবুধাবি টি-টেনে অস্বাভাবিক ‘নো’ বল!
ক্রিকেট ম্যাচে বোলার ওভার স্টেপিংয়ের 'নো' বল করতেই পারেন। এটা হরহামেশাই ঘটে থাকে। কিন্তু সেই ওভার স্টেপিং যদি প্রায় দুই ফুট বড় হয়, প্রশ্ন উঠাটা অস্বাভাবিক না। এমন অবিশ্বাস্য ‘নো’ বলের ঘটনাই ঘটল চলমান আবুধাবি টি-টেন লিগে।
আজ (শুক্রবার) নিউইয়র্ক স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল স্যাম্প আর্মি। এই ম্যাচেই অস্বাভাবিক ‘নো’ বলের ঘটনাটি ঘটেছে। ম্যাচের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে স্যাম্প আর্মির সংযুক্ত আরব আমিরাতের বোলার হযরত বিলাল মস্ত বড় নো বলটি করেছেন।
— Sports Spotlight (@SSpotlight71) November 22, 2024
ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রিজের দাগ থেকে অনেক এগিয়ে বল করছেন তিনি। এত বড় ওভার স্টেপিং হওয়াটা কিছুটা অস্বাভাবিকই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে সন্দেহও করছেন।
— markus (@markusc__) November 22, 2024
অবশ্য এমন বিতর্কিত নো বলের ম্যাচে বড় ব্যবধানেই জয় পেয়েছে হযরত বিলালের দল স্যাম্প আর্মি। একটি মাত্র ওভার ওভার করা এই পেসারও খুব একটা খারাপ করেননি। মাত্র ৯ রান খরচায় তুলে নিয়েছেন একটি উইকেট।
— Scoop Shot (@Scoopshott) November 22, 2024
শুরুতে ব্যাট করতে নেমে ফ্যাফ ডু প্লেসির ৩২ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ১০ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছিল স্যাম্প আর্মি। জবাবে নিউইয়র্ক স্ট্রাইকার্সের ইনিংস থেমেছে ৭ উইকেটে ৯৯ রানে।
৩৬ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের বাংলা টাইগার্সকে হারিয়েছিল স্যাম্প আর্মি।
প্রসঙ্গত, আবুধাবির এই টি-১০ লিগ নিয়ে বিতর্ক আছে। সর্বশেষ আসরেও এমন অস্বাভাবিক নো বল কাণ্ড দেখা গিয়েছিল। এ ছাড়া এই লিগে খেলা অনেক ক্রিকেটারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে।
এফআই