‘ধোঁয়া’ ছাপিয়ে ব্রাজিলিয়ান ম্যাজিকে চ্যাম্পিয়ন কিংস
ঘরোয়া ফুটবলে নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ। প্রথম আসরের ট্রফি জিতেছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ৩-১ গোলে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে হারিয়েছে তারা। এর আগে ম্যাচের ৬২ মিনিটে দর্শক সারি থেকে স্মোক ফ্লেয়ার ছোড়া হয়। ধোঁয়া আচ্ছন্ন মাঠে খেলা বন্ধ ছিল আট মিনিট।
ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। কিংস বড় বাজেটের দল হলেও মোহামেডান ভালোই শুরু করেছিল। দ্বিতীয়ার্ধে মোহামেডান গোল আটকে রাখার চেষ্টাই বেশি করেছে। এর মাঝে কিছুক্ষণের জন্য খেলায় ব্যাঘাত ঘটে রঙের ধোঁয়ায়। পুনরায় খেলা শুরুর পরই দৃশ্যপট বদলে যায়। কিংস মোহামেডানের উপর চড়াও হয়।
৭৩-৮০ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে নেয় কিংস। দুই গোলেরই যোগানদাতা ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা। ৭৩ মিনিটে মিগুয়েলের কর্নার থেকে তপু বর্মণ মোহামেডান বক্সে আনমার্কড থেকে বল জালে পাঠান। মিনিট সাতেক পর মিগুয়েলের আরেকটি বাড়ানো বলে ফয়সাল আহমেদ ফাহিম সাইড ভলিতে গোল করেন।
ধোঁয়ার জন্য দ্বিতীয়ার্ধে খেলা আট মিনিট স্থগিত ছিল। সে কারণে নির্ধারিত সময় শেষে চতুর্থ রেফারি ১৮ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে কিংসের চ্যালেঞ্জ কাপ ট্রফি নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা।
মোহামেডান প্রথমার্ধে দুর্দান্তই খেলেছিল। সেই সময় একাধিক গোলে এগিয়ে গেলে খেলার ফলাফল ভিন্ন হতে পারত। দ্বিতীয়ার্ধে মোহামেডানের ফুটবলারদের ফিটনেস ঘাটতি দেখা গেছে খানিকটা। এর মধ্যে ধোঁয়ায় খেলা স্থগিত হওয়ায় ছন্দপতনও হয়েছে। কিংস সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে। কিংসের এই ম্যাচে প্রত্যাবর্তনের নায়ক মিগুয়েল।
বসুন্ধরা কিংস সবার আগে অনুশীলন শুরু করে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য। ভুটানে তিন ম্যাচেই হেরে দেশে ফিরে কিংস। ফলে ঘরোয়া ফুটবলের নতুন আসরের ম্যাচটি জিততে তারা মরিয়া ছিল। তাদের রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে এই জয়ে খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন।
কিংস ম্যাচটি জিতলেও অনেক দুর্বলতা ফুটে উঠেছে। ম্যাচের সাত মিনিটেই মোহামেডান লিড নেয়। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে বাঁ প্রান্ত থেকে ক্রস করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতের উদ্দেশ্যে। দীর্ঘদেহী সুলেমান বক্সে লাফিয়ে উঠে হেড করেন। তার হেড কিংসের জালে জড়ায়। এরপরই শুরু কিংস অ্যারেনায় মোহামেডানের সমর্থকদের উল্লাস।
বসুন্ধরা কিংসের ডিফেন্সে রয়েছেন জাতীয় দলের দুই ফুটবলার তপু বর্মণ ও সাদ উদ্দিন। মোহামেডানের গোলে অধিনায়ক সুলেমানের কৃতিত্ব থাকলেও কিংসের দুই ডিফেন্ডারের ব্যর্থতাও রয়েছে। সানডের ক্রস ও দিয়াবাতের হেড কোনোটিই কিংসের ডিফেন্ডাররা সঠিক মার্কিংয়ে রাখতে পারেননি। কিংসের দলীয় শক্তি ও অনুশীলন অনুযায়ী ম্যাচের পারফরম্যান্স সেভাবে করতে পারেনি। দ্বিতীয়ার্ধে মোহামেডানের ছন্দপতন ও ব্রাজিলিয়ান মিগুয়েলই পার্থক্য গড়ে দেন।
কিংস এই ম্যাচে জিতে উল্লাস করলেও চিন্তার ভাঁজ রয়েছে ঠিকই। আন্তর্জাতিক ম্যাচে কিংস অ্যারেনায় দর্শকদের উগ্র আচরণের জন্য জরিমানার শিকার হয়েছে বাংলাদেশ। ফিফা বাফুফেকে কয়েক হাজার ডলার জরিমানাও করেছিল আগে। ঘরোয়া ফুটবলে আজও দর্শকরা স্মোক ফ্লেয়ার ছুড়ে নতুন প্রশ্নের জন্ম দিলো। পাশাপাশি কিংস অ্যারেনায় নিরাপত্তা নিয়ে নতুন ভাবনায় পড়তে হচ্ছে ফেডারেশনকে।
এজেড/এএইচএস