বিদেশি রেফারি দিয়ে শুরু ফুটবল মৌসুম
আগামীকাল (শুক্রবার) চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এই ম্যাচে থাকছেন না কোনো বাংলাদেশি রেফারি। তিন ভুটানি রেফারি ও সহকারী রেফারির ভূমিকায় থাকবেন। চতুর্থ রেফারি হবেন একজন বাংলাদেশি। ১৩ ও ১৬ নভেম্বর বাংলাদেশ কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। ওই ম্যাচে রেফারিং করা তিন ভুটানি রেফারিকে চ্যালেঞ্জ কাপের ম্যাচ পরিচালনার জন্য রেখে দিয়েছে বাফুফে। আগামীকাল ম্যাচের পরই তাদের বিদায় জানাবে।
বাফুফের নতুন কমিটি ৯ নভেম্বর প্রথম সভা করেছে। সেই সভায় ১৫টির বেশি কমিটির চেয়ারম্যান মনোনীত হলেও রেফারিজ কমিটি বাকি। গুরুত্বপূর্ণ এই কমিটি গঠন ছাড়াই ঘরোয়া ফুটবল শুরু হচ্ছে। এ নিয়ে বাফুফের বিগত কমিটির ডেপুটি চেয়ারম্যান ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বলেন, ‘সাধারণ সম্পাদককে রেফারিজ কমিটির বিষয়টি বলা হয়েছে। নির্বাচনের আগে থেকেই আমাদের চেয়ারম্যান নেই (সালাম মুর্শেদী পদত্যাগ করেন)। নির্বাচনের পরও আমরা এখনও চেয়ারম্যান পাইনি।’
প্রথম কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান স্ব স্ব কমিটি গঠন করবেন। রেফারিজ কমিটির চেয়ারম্যান না থাকায় কমিটি গঠন বা সক্রিয়তার প্রশ্ন নেই। রেফারিজ কমিটিই যেখানে নেই, সেখানে বিদেশি ম্যাচ দিয়ে খেলা পরিচালনার সিদ্ধান্ত কার এই প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘লিগ কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল এই ম্যাচে বিদেশি রেফারি দিয়ে পরিচালনার। মালদ্বীপ ম্যাচ থেকে এই ম্যাচের সময়ের ব্যবধান মাত্র পাঁচ দিন। স্বল্প খরচেই বিদেশিদের মাধ্যমে এই ম্যাচটি পরিচালনা করা হচ্ছে।’
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যান। এতে স্বার্থের সংঘাত দেখেন ফুটবলাঙ্গনের অনেকে। রেফারি নির্বাচনের ক্ষেত্রেও লিগ কমিটির সুপারিশ বা প্রস্তাবনা থাকলে সেই স্বার্থের দ্বন্দ্ব আরও প্রকট হয়। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার ফাইনাল ম্যাচের আগে রেফারিং নিয়ে দুই ক্লাবই পাল্টাপাল্টি চিঠি দিয়েছিল। নতুন মৌসুমের শুরুতে এই দুই দলের ম্যাচ এবার বিদেশি রেফারি দিয়ে পরিচালিত হবে।
ইউরোপের অনেক দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম বিগত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও টুর্নামেন্ট চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে শুরু হয়। বাংলাদেশে এবার সেই ধারা অনুসরণ করা হচ্ছে। বসুন্ধরা কিংস গত মৌসুমে লিগ ও দুই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে। তাই লিগের রানার্স-আপ মোহামেডান বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ কাপ খেলছে।
ঘরোয়া ফুটবলে এবারের মৌসুমে নতুন যাত্রায় বিদেশি রেফারি নির্বাচন করায় দেশি রেফারিদের মধ্যে খানিকটা অসন্তোষ জন্ম দিয়েছে। ফেডারেশনের কাছে রেফারিদের বকেয়া কোটি টাকার মতো। এত ত্যাগের পরও ঘরোয়া ফুটবলের বিশেষ যাত্রার সঙ্গে দেশির পরিবর্তে বিদেশি রেফারি সংযুক্ত করায় অনেকে নাখোশ।
এজেড/এএইচএস