আইপিএল নিলামে চেন্নাইয়ের নজরে থাকতে পারে যারা
আইপিএলের মেগা নিলামের বাকি আর কয়েকটা দিন। দল গোছানোর শেষ সময়ে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের সঙ্গে সর্বাধিক ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদেরও।
আসন্ন আইপিএলের মেগা নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই। ধরে রাখা তালিকায় আছে ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি।
এ ছাড়া নিয়ম অনুযায়ী, নিলামে আরও একজন ক্রিকেটারকে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। যদিও খুব বেশি টাকা ভাণ্ডারে নেই চেন্নাইয়ের। তাদের হাতে রয়েছে আরও ৫৫ কোটি টাকা।
স্কোয়াডে কোথায় ঘাটতি?
ওপেনিংয়ে ঋতুরাজের সঙ্গী দরকার চেন্নাইয়ের। এ ছাড়া জাদেজার পাশাপাশি দরকার স্পিনার। চিপকের ঘূর্ণি পিচে বল করার জন্য দেশি-বিদেশি দুরকম স্পিনারের জন্যই নিলামে ঝাঁপাবে চেন্নাই ম্যানেজমেন্ট। শিবাম দুবে দলে থাকলেও তিনি বোলিং সেভাবে করেন না। তাই বোলিং ওপেন করার মতো পেসারের পাশাপাশি ডেথেও একজন পেসার দরকার চেন্নাইয়ের।
আরও পড়ুন
দলে একগুচ্ছ ফিনিশার থাকলেও মিডল অর্ডারে ইনিংস গড়ার মতো ব্যাটার নেই চেন্নাইয়ের কাছে। মিডল অর্ডারে ঝোড়ো গতিতে রান তোলার পাশাপাশি ঘূর্ণি সামলে ইনিংস গড়তে পারেন-এমন ব্যাটার চাই চেন্নাই শিবিরে।
নিলামে কাদের টার্গেট করতে চেন্নাই?
দিল্লি ক্যাপিটালস শিবির ছেড়ে দেওয়া ঋষভ পান্তকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে আইপিএল নিলামে। উইকেটকিপার এই ব্যাটারকে দলে নিতে চাইবে চেন্নাইও। তাকে নিলে মিডল ওভারে দ্রুতগতিতে রান তুলতে পারবে চেন্নাই। পাশাপাশি পান্ত কিপিংও করতে পারেন। এ ছাড়া সূত্রের খবর, চেন্নাইয়ের আগামী দিনের অধিনায়ক হিসেবেও নাকি ভাবা হচ্ছে তাকে। তবে পান্তকে দলে পেতে ঝাঁপাবে অনেক দলই। সেক্ষেত্রে চেন্নাইয়ের বাধা হয়ে দাঁড়াবে কম অঙ্কের পার্স। পান্তকে না পেলে কে এল রাহুলকে কেনার চেষ্টা করতে পারে চেন্নাই।
ওপেন করার পাশাপাশি তিনিও উইকেটকিপিং করতে পারেন। এ ছাড়া চেন্নাই ম্যানেজমেন্টের নজর থাকবে ডেভন কনওয়ের দিকে। চেন্নাই শিবিরে দীর্ঘদিন খেলেছেন এই কিউই ব্যাটার। ওপেনিংয়ে ঋতুরাজের সঙ্গী হতে পারেন তিনি। সম্ভবত কনওয়ের জন্যই আরটিএম ব্যবহার করতে পারে চেন্নাই। মিডল অর্ডারে বেশ কিছু ভারতীয়কে টার্গেট করতে পারে সিএসকে ম্যানেজমেন্ট। সদ্য টেস্টে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মণীশ পাণ্ডে রয়েছেন এই তালিকায়। তাদের জন্য হয়তো খুব বেশি খরচ করবে না ম্যানেজমেন্ট।
পেসারের তালিকায় ভারতীয় দীপক চাহার, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে চেন্নাই ম্যানেজমেন্ট। নতুন বলে বল করার জন্য কেনা যেতে পারে ভুবনেশ্বর কুমারকেও। জাদেজার পাশে স্পিনার হিসেবে মিচেল স্যান্টনার বা মহেশ থিকশানাকে কিনতে পারে চেন্নাই। আলোচনায় থাকবে ওয়াশিংটন সুন্দরের নামও।
স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা যোগাতে পারেন তিনি। অতীতে মেগা অকশনেও নিজেদের কোর ধরে রাখার পথেই হেঁটেছে সিএসকে। ২০২৫ আইপিএলেও কি সেই স্ট্র্যাটেজিতে যাবে কি না সময়ই বলে দেবে।
এফআই