৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে টি–টোয়েন্টি শেখালো অস্ট্রেলিয়া
ম্যাচ চলাকালেই টুইটারে পাকিস্তান ক্রিকেটের ভক্তদের মন্তব্য, পাকিস্তান ২০ ওভারের ক্রিকেট খেলতে জানে হয়ত, তবে সেটা ৭ ওভারে নেমে এলে কীভাবে খেলতে হয় তা বাবর-রিজওয়ানদের জানা নেই। পাকিস্তান ক্রিকেট ভক্তদের এমন ক্ষোভ অমূলক না কোনোভাবেই। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যে পাকিস্তানকে দেখা গেছে, তা বেশ বিব্রতকরই বটে।
২০ ওভারের ম্যাচ নেমে এসেছে ৭ ওভারে। তাতে গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুলে দলের স্কোর নিয়েছেন ৯৩ পর্যন্ত। আর ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিব্রতকর রেকর্ড গড়েছে পাকিস্তান। ১৬ রানেই তারা হারিয়েছে ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান এর আগে আর কখনোই এত দ্রুত ৫ উইকেট হারায়নি। শেষ পর্যন্ত ম্যাচটা আর জেতা হয়নি তাদের।
২৯ রানে হারের ম্যাচে ৬৪ রানে ৯ উইকেট নিয়ে পাকিস্তান শেষ করেছে নিজেদের ইনিংস। ওভার দ্রুত ফুরিয়ে আসায় আরেক লজ্জা থেকে বেঁচেছে মোহাম্মদ রিজওয়ানের দল। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৭৪ রান। কে জানে, ওভারের দৈর্ঘ্য খানিক বাড়লে হয়ত সেটাও ভেঙে ফেলত ম্যান ইন গ্রিনরা।
ব্রিসবেনে ৭ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই ঝড়ের আভাস দেন ফ্রেজার-ম্যাকগার্ক। তবে টি-টোয়েন্টির আলোচিত এই ক্রিকেটার ব্যর্থ হয়েছেন এদিনও। প্রথম ওভারে ৭ রান তোলা ফ্রেজার ম্যাকগার্ক পরের ওভারে প্রথম বলেই ক্যাচ দেন নাসিম শাহের বলে।
আরও পড়ুন
তিনে নেমে গ্লেন ম্যাক্সওয়েল খেললেন ম্যাচের পার্থক্য গড়ে দেয়া ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস। মাঠের চারপাশেই খেলেছেন এই ব্যাটার। ওয়ানডে সিরিজে একেবারেই ছন্দহীন ম্যাক্সওয়েল এদিন যেন নতুন করে নিজেকে চেনালেন। অপরপাশে ম্যাথু শর্ট আর টিম ডেভিড সুবিধা করতে না পারলেও তা পুষিয়ে দিয়েছেন স্টয়নিস। ৭ বলে তুলেছেন ২১ রান।
পাকিস্তান ইনিংসের হাইলাইটস বলতে গেলে একের পর এক উইকেটের পতন। সাহিবজাদা ফারহান প্রথম দুই বলে চার মারার পরেই ফিরেছেন ক্যাচ তুলে। প্রথম বলে তিন রান নিয়ে পরের বলে আউট হয়েছেন বাবর আজম। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফিরেছেন ডাক মেরে।
আটে নামা আব্বাস আফ্রিদি ১০ বলে ২০ রান করে পাকিস্তানকে লজ্জা থেকে কিছুটা মুক্তি দিয়েছেন। দুই ওভারের স্পেলে ৩ টি করে উইকেট পেয়েছেন জেভিয়ার বেরলেট এবং ন্যাথান এলিস। দুই উইকেট গিয়েছে অ্যাডাম জ্যাম্পার ঝুলিতে।
জেএ