মাঠে নেমেই বাবরের এক রেকর্ড, অপেক্ষায় ২ বিশ্বরেকর্ড
ব্রিসবেনে ব্যাপক বৃষ্টি আর বজ্রপাতের কারণে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৭ ওভারে। পাওয়ারপ্লে কমিইয়ে আনা হয়েছে দুই ওভারে। বাবর আজমের সামনে এই ম্যাচের আগে ছিল ৪টি রেকর্ড গড়ার হাতছানি। তার মাঝে প্রথমটা হয়ে গিয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই।
বাবর আজমের এই রেকর্ড অবশ্য কেবল নিজ দেশের সাপেক্ষে। জ্যাক ফ্রেজার-ম্যাকার্গের উইকেট নিয়েছিলেন নাসিম শাহ। তাতে ক্যাচ নিয়েছেন বাবর। এই ক্যাচ দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ক্যাচের (৫১) মালিক হলেন বাবর আজম। এক ওভার বিরতি দিয়ে অবশ্য ৫২তম ক্যাচও নিয়েছেন বাবর। পেছনে ফেলেছেন ফখর জামানের ৫০ ক্যাচ।
সঙ্গে অবশ্য আরও ২ বিশ্বরেকর্ড আর এক মাইফলক অপেক্ষা করছে বাবর আজমের জন্য। টি-টোয়েন্টি ক্রিকেটে আর ৮৭ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। এই মুহূর্তে ৪ হাজার ২৩১ রান নিয়ে সবার ওপরে রোহিত শর্মা। আর বাবর আজমের রান ৪ হাজার ১৪৫। মাঝে অবশ্য আছেন বিরাট কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের দরকার আর একটি পঞ্চাশ পেরুনো ইনিংস। এই মুহূর্তে পাকিস্তান ব্যাটারের ৫০ পেরুনো ইনিংস ৩৯টি (৩৬ ফিফটি ও ৩ শতক)। সমান আছে বিরাট কোহলির। তার ৩৮ ফিফটি ও ১ সেঞ্চুরি। বিরাটকে পেরুতে বাবরের দরকার একটি পঞ্চাশ। ৭ ওভারের এই ম্যাচে ৮৭ রান বা ফিফটি করা দুটোই বেশ দূরহ ব্যাপার।
আরও পড়ুন
মাইলকফলকের হিসেবে বাবর আজমের দরকার মোটে ৪৯ রান। তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করবেন পাকিস্তানের এই ড্যাশিং ব্যাটার।
জেএ