বাংলাদেশের হারের পর ফুটবলারদের সঙ্গে বাফুফে সভাপতির ব্রেকফাস্ট
বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর গতকালই ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। কিংস অ্যারেনায় বাংলাদেশ সেই ম্যাচে মালদ্বীপের কাছে ০-১ গোলে হেরে গেছে। রাতে হারের পর আজ সকালে টিম হোটেলে গিয়েছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল।
খেলোয়াড়, কোচিং স্টাফ সবার সঙ্গে নাস্তার টেবিলে বৈঠক করেছেন। পরের ম্যাচের জন্য খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন। 'গত ম্যাচে যা হওয়ার হয়েছে। সামনের ম্যাচে জয়ের জন্য যথাসম্ভব ভুল এড়ানো এবং সেরা খেলা উপহার দেয়ার অনুপ্রেরণা দিয়েছেন সভাপতি' বলেন ম্যানেজার আমের খান।
তাবিথ আউয়াল শুধু বাংলাদেশ দল নয়, সফরকারী মালদ্বীপ দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন নাস্তার টেবিলে। এতে মুগ্ধ হয়ে ম্যানেজার বলেন, 'সভাপতি শুধু বাংলাদেশ দল নয়, মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। যেটা মূলত স্পোর্টসের স্পিরিট।'
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। কালকের ম্যাচে তিনি স্টেডিয়ামে ছিলেন। আজ সকালেই টিম হোটেলে গেছেন। বিগত সময় বাফুফে সভাপতির জাতীয় দলের টিম হোটেলে ঝটিকা সফরে সাধারণ সম্পাদক, ফেডারেশনের আরও ২-৩ জন কর্মকর্তা থাকতেন। নতুন সভাপতি একাই ছিলেন প্রায় ঘণ্টা খানেক।
এজেড/