কাজেমকে নিয়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের একাদশ
নব্বইয়ের দশকের তারকা ক্রিকেটার হালিম শাহ। সাবেক এই ক্রিকেটারের ছেলে কাজেম শাহ কানাডায় বেড়ে উঠেন ফুটবল আবহে। তবে ফুটবলের টানে বছর তিনেক আগে দেশে আসেন। ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আগেই। জাতীয় ফুটবল দলের গত কয়েকটি ক্যাম্পেই তিনি ছিলেন। এর মধ্যে একবার মাত্র বদলি ফুটবলার হিসেবে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আজ কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে প্রথম বারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া। পারিবারিক কারণে নভেম্বর ফিফা উইন্ডোর প্রীতি সিরিজে নেই এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আজ বাংলাদেশ দলের আর্মব্যান্ড থাকছে ডিফেন্ডার তপু বর্মণের হাতে।
বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গোলপোস্টের নিচে মিতুল মারমার ওপর আস্থা রেখেছেন। ডিফেন্স লাইনে অধিনায়ক তপু বর্মণের সঙ্গী সাদ উদ্দিন, ইসা ফয়সাল ও শাকিল তপু।
মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন হৃদয়, শেখ মোরসালিন, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিমরা। বাংলাদেশ দল ২০২৪ সালে মাত্র একটি গোল করতে পেরেছে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে শেখ মোরসালিন একমাত্র গোলটি করেছিলেন।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল তপু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম।
এজেড/এইচজেএস