গাড়ি দুর্ঘটনায় ২২ বছর বয়সেই পরপারে ইকুয়েডরের ফুটবলার
বয়স মাত্র ২২। এরইমাঝে অনূর্ধ্ব-২৩ দলে না খেলে সরাসরি চলে আসেন জাতীয় দলে। মার্কো আনগুলোকে নিয়ে ইকুয়েডর ফুটবলের স্বপ্নটা ঠিক অতটাই বড় ছিল। কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। ফুটবলের দুনিয়াকে শোকের সাগরে ডুবিয়ে চলে গেলেন ইকুয়েডরের এই ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডার আনগুলো হাসপাতালে পার করেছেন জীবনের শেষ এক মাস।
গত মাসের ৭ তারিখে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও ফুসফুসে আঘাত পান আনগুলো। এরপর থেকে ছিলেন আইসিইউতে। এক মাস মৃত্যুর সঙ্গে লড়েছিলেন। তবে সেখান থেকে ফেরা হলো না আর। মাত্র ২২ বছর বয়সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধে হেরে গেলেন এই ফুটবলার। মঙ্গলবার ইকুয়েডর ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে।
একই দুর্ঘটনায় ইকুয়েডরের বয়সভিত্তিক দলে আনগুলোর সাবেক সতীর্থ এবং ইন্ডিপেন্ডেন্তে জুনিয়র্সের ডিফেন্ডার রবার্তো কাবেজাসও মারা গেছেন। দুই ফুটবলারকে হারিয়ে শোকে ডুবেছে ইকুয়েডরের ফুটবল ফেডারেশন। শোকের ছায়া নেমেছে আনগুলোর ক্লাব যুক্তরাষ্ট্রের সিনসিনাটি এফসিতেও। এমএলএসের এই ক্লাবেই ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন এই ফুটবলার।
ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ইকুয়েডরের সাবেক ফুটবলার, যে প্রতিভা ও নিবেদন দিয়ে যখনই সুযোগ পেয়েছে আমাদের দেশের মুখ রক্ষা করছে। শুধু দুর্দান্ত একজন ফুটবলারই ছিল না, মার্কো দারুণ একজন সতীর্থও ছিল। তিনি আমাদের হ্রদয়ে গভীর শোকের ছাপ রেখে গিয়েছেন’।
আরও পড়ুন
সিনসিনাটি আনগুলোর প্রতি সম্মান জানিয়ে লিখেছে, ‘মার্কোকে হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত। যিনি ছিলেন একজন স্বামী এবং বাবা, ছিলেন কারো ভাই, কারো সন্তান। সর্বোপরি একজন বন্ধু আর সতীর্থ। তিনি উল্লসিত ও বিনীত তরুণ ছিলেন। যে রুমেই পা দিতেন, আলোকিত করতেন।’
গত মার্চ থেকে আনগুলো ইকুয়েডরিয়ান লিগ চ্যাম্পিয়ন এলডিইউ কিটোর হয়ে খেলেছেন। মেজর লিগ সকারের দল সিনসিনাটি থেকে তাকে ধারে এনেছিল দলটি। এর আগে ২০২২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে আনগুলোর। ইরাকের সঙ্গে প্রীতি ম্যাচে হয়েছিল অভিষেক। সবশেষ গেল বছর মার্চে খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর থেকে অবশ্য আর ইকুয়েডরের জার্সি গায়ে চড়ানো হয়নি তার।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, একই দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আনগুলোর স্ত্রী এবং সন্তান। তবে দুজনেই দুর্ঘটনার পর বেঁচে ফিরেছেন। যদিও ফেরা হয়নি গাড়িতে থাকা দুই ফুটবলারের।
জেএ