সিরিজ হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ
ওয়ানডে ফরম্যাটে দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমেই হারের মুখ দেখলো বাংলাদেশ দল। শেষ ওয়ানডেতে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে টাইগারদের সিরিজ জয়ের আশায় মরচে পড়ে। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নিলো হাশমতউল্লাহ শহিদীর দল।
এর আগে দিনের শুরুতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে ভালো শুরুর পর মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার ব্যাটাররা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রান এবং মেহেদী হাসান মিরাজের ৬৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।
সিরিজ হারের পর ব্রডকাস্টকে অধিনায়ক মিরাজ বলেন, এটা কঠিন ছিল, তবে ছেলেরা ভালো করেছে বিশেষ করে রিয়াদ ভাই। সমস্যাটা হয়েছে মিডল ওভারে আমরা উইকেট তুলতে পারিনি। শেষ দুই ম্যাচে যদি তাকাই তাহলে দেখি যে উইকেট কিছুটা স্পিনিং ছিল যে কারণে শুরুতে আজ ব্যাটিং নিয়েছিলাম। তবে শিশিরের কারণে উইকেট সহজ হয়ে গিয়েছে। তাদের ব্যাটাররা ভালো করেছে, বিশেষ করে গুরবাজ এবং ওমরজাই। অনেকদিন পর আমরা শারজাহতে খেললাম বিশেষ করে ওয়ানডে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে সেদিকেই আমরা ফোকাস রাখছি।
এসএইচ/এমএ