চোট কাটিয়ে মাঠে ফেরার সময় জানালেন মৃত্যুঞ্জয়
ইংল্যান্ডের মাটিতে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে প্রথমবারের মতো জায়গা পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। সেই সিরিজের পর আর তাকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি। এরপর থেকেই পিঠের ইনজুরিতের ভুগছেন মৃত্যুঞ্জয়।
এমনকি একই কারণে গত বিপিএলেও খেলতে পারেননি এই পেসার। সম্প্রতি চিকিৎসা করাতে তিনি থাইল্যান্ড গিয়েছিলেন। তবে আশার কথা সবকিছুই ঠিকঠাক আছে। বিসিবি থেকেও মাঠে খেলার ছাড়পত্র পেয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ইতোমধ্যে তিনি মাঠের অনুশীলনও শুরু করেছেন । সবকিছু ঠিক থাকলে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি দিয়েই ফিরবেন ক্রিকেটে।
আজ রোববার ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন মৃত্যুঞ্জয়। মাঠে ফিরতে পারাার তৃপ্তির জানিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেকদিন পর পুরোদমে অনুশীলনে ফিরলাম। মাঠের বাইরে থাকলে তো খারাপ লাগে, স্বাভাবিক। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি দিয়েই মাঠে ফিরব। খুলনা বিভাগের হয়ে খেলব এনসিএলে। এই সময়ের মধ্যে নিজেকে সম্পূর্ণ ফিট করে গড়ে তোলার লক্ষ্য থাকবে। বাকিটা আল্লাহ ভরসা।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবমিলিয়ে কেবল দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মৃত্যুঞ্জয়। যদিও এর মধ্যে টি-টোয়েন্টি ম্যাচটি ছিল হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের। যদিও এখন আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি উইকেটের স্বাদ পাননি। এর বাইরে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৯ ম্যাচে ১৮ উইকেট এবং ১৯৭ রান করেছেন মৃত্যুঞ্জয়।
এসএইচ/এএইচএস