মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি, থাকবেন না শান্ত-মুস্তাফিজরা
গত মাসে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আসর। তবে লঙ্গার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল।
এবার জানা গেল টুর্নামেন্টে শুরুর সময় এবং ভেন্যুর তালিকা। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বরে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক।
গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আট দল। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই দেখা যাবে না এই টুর্নামেন্টে। তবে ওয়ানডে সিরিজ শেষে দেখা যেতে পারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদদের। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানদের পাওয়া যাবে না সিরিজ থাকায়।
কেননা ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। পরে একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। অন্যদিকে এনসিএল ফাইনাল ২৩ ডিসেম্বর। যে কারণে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের এই এনসিএল টুর্নামেন্টে দেখা যাবে না।
এসএইচ/এফআই