ডিআরইউ বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের
রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ ডিআরইউ প্রতি বছর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করে। এবার ‘দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে আরাফাত জোবায়ের প্রিন্ট-অনলাইন ক্যাটাগরিতে সেরা স্পোর্টস রিপোর্টারের পুরস্কার পেয়েছিলেন।
২০২৩ সালের ডিসেম্বর মাসে আরাফাত জোবায়ের ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিয়ে চার পর্বের প্রতিবেদন করেছিলেন। সেই প্রতিবেদনে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিবন্ধকতাগুলো যেমন তুলে ধরেছেন তেমনি সেই বাধা পেরিয়ে সাফল্যের গল্পও উপস্থাপন করেছিলেন। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের আলো এখনো পড়েনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর তেমনি আবার কিছু খেলা ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ওপরই নির্ভরশীল।
ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের অনেক সম্ভাবনা থাকলেও সরকার এ দিকে উদাসীন সেটিও তার প্রতিবেদনে উঠে এসেছে। ঢাকা পোস্টে আরাফাত জোবায়েরের এই প্রতিবেদনটি অনলাইন ক্যাটাগরিতে আবেদন করা সকল বিষয়ে প্রকাশিত রিপোর্টের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে চার পর্বের প্রতিবেদন
আরাফাত জোবায়ের এক যুগের বেশি সময় ক্রীড়া সাংবাদিকতা ও লেখালেখি করছেন। ঘরোয়া ফুটবলসহ অন্য সকল খেলা ও ক্রীড়া সম্পর্কিত প্রতিষ্ঠান নিয়ে তিনি প্রতিবেদন করেন। বিশ্বকাপ ফুটবল, অলিম্পিক, এশিয়ান গেমস, সাফ ফুটবলসহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট দেশ ও দেশের বাইরে কাভার করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুই বার বর্ষসেরার স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরার পুরস্কার পেয়েছেন তিনি। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস। ২০২২ সালে এআইপিএস এশিয়া র্যাংকিংয়ে ইয়াং জার্নালিস্টস ক্যাটাগরিতে তার রিপোর্ট এক নম্বর র্যাংকিং হয়েছিল। গত বছর বেস্ট কলাম ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষ দশে স্থান পায় আরেকটি রিপোর্ট।
আরও পড়ুন
দৈনিক সংবাদে আট বছরের বেশি ক্রীড়া প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা পোস্টে সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে যোগদান করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য। মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা সিটি কলেজের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
এজেড/এফআই