পিএসজির মাঠে ফিলিস্তিনের পক্ষে ব্যানার, ফ্রান্সে তোলপাড়
ফুটবল মাঠে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান, পতাকা কিংবা ব্যানার প্রদর্শনের ঘটনা নতুন কিছু নয়। তবে বড় কোনো মঞ্চে এই ধরনের আচরণ খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়। তেমনই একটি দৃশ্য দেখা গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। সেই আগুন আরও উত্তাপ পেয়েছে খেলাটি ফ্রান্সের মাঠে হওয়ায়। পিএসজি-অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচে ‘ফ্রি-প্যালেস্টাইন’ লেখা বিশাল ব্যানার ঘিরে দেশটিতে তোলপাড় পড়েছে।
নিজেদের হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটি পিএসজি ২-১ গোলে হেরেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিবদমান রাজনৈতিক প্রেক্ষাপট। এমনিতেই ইসলাম ধর্মীয় ইস্যুতে ফরাসি প্রশাসনের বিদ্বেষপূর্ণ মনোভাব দেখা গেছে অতীতে। ফলে বিষয়টি যে তারা সহজভাবে নেবে না এটাই স্বাভাবিক। ইতোমধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলো বিষয়টি ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে পিএসজিকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে।
ম্যাচ শুরুর আগেই পার্ক দ্য প্রিন্সেসের গ্যালারিতে সমর্থকদের একটি অংশ ফিলিস্তিনের মুক্তির দাবিতে গ্যালারিতে বিশাল আকৃতির ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার প্রদর্শন করেন। জানা গেছে, পিএসজির ‘ওতেইয়ি কপ’ সমর্থকগোষ্ঠি সেই ব্যানার নিয়ে এসেছিল। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে ব্যাখ্যা চেয়েছে ক্লাবটির সর্ববৃহৎ সমর্থকগোষ্ঠী ‘প্যারিস আল্ট্রাস কালেক্টিভ’-এর কাছে। প্রদর্শিত ব্যানারটি দৈর্ঘ্য-প্রস্থে প্রায় ৫০ ও ২০ মিটারের। যেখানে ফিলিস্তিনের মুক্তি দাবি ছাড়াও পতাকা, আল-আকসা মসজিদ, স্বাধীনতাকামী যোদ্ধা ও লেবাননের পতাকা আঁকা হয়েছে।
এ নিয়ে ক্ষোভ জানিয়ে ফরাসি মন্ত্রী ব্রুনো স্থানীয় এক রেডিওতে বলেছেন, ‘আমি ব্যাখ্যা চেয়েছি। তবে (নিষেধাজ্ঞার) কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। এই ব্যানারটি কীভাবে মাঠে এলো সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্যারিস পুলিশের প্রধান (লরেন্ট নুনেজ) ইতোমধ্যে কী ঘটেছে আমাকে জানিয়েছেন, কিছু বিষয়ে আমরা একমত, তবে আমি বিষয়টির পূর্ণ জবাবদিহিতা চাই।’
খেলার মাঠে সাধারণত রাজনৈতিক কোনো বার্তা প্রদান করা হলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকে সংশ্লিষ্ট ক্লাব ও দর্শকরা। পিএসজি এ নিয়ে কোনো হুমকিতে আছে কি না সেটি উয়েফার কাছে জানতে চেয়েছে রয়টার্স নিউজ এজেন্সি। জবাবে এক মুখপাত্র জানিয়েছেন, ‘এ ঘটনায় কোনো শৃঙ্খলাজনিত নীতিমালা বিষয় নেই, কারণ প্রদর্শিত ব্যানারে উত্তেজনাপূর্ণ কিংবা কাউকে হেয় করার মতো কোনো বার্তা দেওয়া হয়নি।’
আরও পড়ুন
ম্যাচ শেষে এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘এ সংক্রান্ত (ফিলিস্তিনের পক্ষে) কোনো বার্তা প্রদর্শনের কোনো পরিকল্পনা আমাদের জানা ছিল না। পার্ক দ্য প্রিন্সেসে আগত প্রত্যেক সমর্থককে স্মরণ করিয়ে দিতে চাই যে, একই লক্ষ্য নিয়ে ফুটবল ম্যাচ উপভোগ করতে আসা ব্যক্তিদের কোনো রাজনৈতিক বার্তা দেওয়া আমরা কঠোরভাবে বিরোধীতা করি।’
ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলার ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন আর সপ্তাহখানেক (১৫ নভেম্বর) পরই ইসরায়েল দেশটিতে নেশন্স লিগের ম্যাচ খেলতে যাবে। যদিও ম্যাচটি হবে স্তাদে দ্য ফ্রান্সে, সেই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮০ হাজার। এর আগে স্কটিশ ক্লাব সেল্টিকের একটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গত বছর ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তাদের ১৯ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।
এএইচএস