কৃত্রিম আলোর নিচে বাংলাদেশের ম্যাচ
নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে দু'টি ম্যাচ খেলবে। ম্যাচের ভেন্যু ও তারিখ আগেই নির্ধারিত ছিল। ম্যাচ দু'টির আয়োজক বাফুফে আজ খেলার সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ১৩ ও ১৬ নভেম্বর কিংস অ্যারেনায় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ-মালদ্বীপ দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন বিকেল সোয়া পাচটায় সন্ধ্যা হয়। ফলে ম্যাচ দু'টি সম্পূর্ণ কৃত্রিম আলোয় অনুষ্ঠিত হবে।
প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাচ দুটো গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচের ফলাফল নভেম্বরে র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। এই নভেম্বরে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৯ ডিসেম্বর এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এই দুই ম্যাচের জন্য ১ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছে। প্রায় সপ্তাহখানেক অনুশীলন করিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ অনুশীলন শেষে প্রস্তুতি ও দুই ম্যাচের লক্ষ্য নিয়ে সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘চলতি বছর এটাই জাতীয় দলের শেষ ম্যাচ। শেষটা জয় দিয়ে করতে বদ্ধ পরিকর আমরা। হ্যাভিয়েরের অধীনে এই দলটি অনেক দিন থেকেই খেলছে। আশা করি ফুটবলপ্রেমীদের আমরা ভালো ফলাফল উপহার দিতে পারব।’
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ফরোয়ার্ড রাকিব হোসেন। মালদ্বীপ ম্যাচ নিয়ে এই তারকা ফুটবলার বলেন, ‘সাম্প্রতিক সময়ে মালদ্বীপের বিপক্ষে আমাদের ফলাফল ভালোই। হোম ম্যাচেও সেই ফলাফল বজায় রাখার চেষ্টা করব।’
গত বছর অক্টোবরে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েই বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে খেলেছে। মালদ্বীপের মালেতে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। ফিরতি পর্বে জয়ের বিকল্প ছিল না। কিংস অ্যারেনায় ফিরতি ম্যাচে ২-১ গোলে জিতে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে খেলার সুযোগ পায়। এর ফলে এশিয়ান কাপ বাছাইয়েও সরাসরি খেলতে পারছে।
এজেড/জেএ