তর্ক করে জোসেফের মাঠত্যাগ, যা বললেন কোচ
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচ চলাকালেই মাঠ থেকে বেরিয়ে গিয়ে হইচি ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার এমন আচরণ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ৮ উইকেটের জয় পেয়ে ২-১ এ সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে জোসেফের আচরণ। আর এমন আচরণের পর কোচ ড্যারেন সামিও প্রকাশ্যে সমালোচনা করেছেন এই পেসারের।
মূল ঘটনা ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে। চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। ঘটনাটির সূত্রপাত মূলত এখানেই। ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। পরেই জোসেফের বলে দারুণ এক শট খেলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স। এসময় রাগ প্রকাশ করেন জোসেফ। বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন এই পেসার।
সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। কিন্তু এরপরেই ওভার শেষ করে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে ডাগআউটে চলে যান এই উইন্ডিজ পেসার। যদিও মাঠ থেকে বের হয়ে আসার আগে হাত তুলে জোসেফকে মাঠে থাকার অনুরোধ করেন কোচ ড্যারেন সামি।
জোসেফের এমন কাণ্ডে ১০ জনের দলে পরিণত হয় উইন্ডিজ টিম। ম্যাচ শেষে অধিনায়ক হোপের কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল মাঠে। কিন্তু এ ব্যাপারে মুখে কুলুপ দিয়ে রেখেছিলেন হোপ। শুধু বলেছেন– খেলায় এমনটি হতেই পারে। যদিও ড্যারেন সামির সাফ জবাব -ক্রিকেট মাঠে এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।
‘আমার ক্রিকেট মাঠে এমন কিছু কোনোভাবেই মেনে নেয়ার মতো না। আমরা বন্ধুর মতো থাকব… কিন্তু আমি যে সংস্কৃতি দলে গড়তে চাইছি, তাতে এটা মেনে নেয়ার মতো না। আমাদের অবশ্যই বিষয়টা নিয়ে কথা হবে।’ অবশ্য দলের মাঝে কঠিন সময়ে নিজের কথা বলতে পারাকেও গর্বের বলেই উল্লেখ করেছেন দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ড্যারেন সামি।
আরও পড়ুন
সতীর্থদের মধ্যে দ্বন্দ্ব হলেও সেটা ক্যারিবীয়দের পারফরম্যান্সে কোনো চাপ ফেলেনি। ব্রান্ডন কিং ও কিচি কার্টির জোড়া শতকের ৮ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজও জিতে নেয় ২-১ ব্যবধানে।
জেএ