আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানে হেরে যা বললেন শান্ত
সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। ২ উইকেট হারিয়ে দলীয় শতকও স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে বাংলাদেশ দল। ফলে ৯২ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান।
বিজ্ঞাপন
বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন নবি। ফিফটি পেয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন গাজনাফার। এমন হারের পর অধিনায়ক শান্ত জানিয়েছেন নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা।
ম্যাচ শেষে শান্ত বলেন, 'আমি প্রথম ১৫-২০ ওভার ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে, আমাদের আরো আক্রমণাত্বক হওয়া দরকার ছিল। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহিদি এবং নবি খুব ভালো ব্যাট করেছে।'
বিজ্ঞাপন
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে টাইগার অধিনায়ক বলেন, 'আমি মনে করি আমার উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে সেট ছিলাম, বড় ইনিংস খেলার দরকার ছিল। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।'
এসএইচ/এইচজেএস