কূটনীতিকদের দাবার দীক্ষা গ্র্যান্ডমাস্টারের
বুদ্ধিভিত্তিক খেলা দাবা। ব্যক্তিগত ও পেশাগত জীবনেও এই খেলার প্রয়োগ অনেক। সেই বিষয়টি বিবেচনা করেই পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিংয়ের অন্যতম অংশ দাবা। আটদিন ফরেন সার্ভিস একাডেমিতে ভবিষ্যৎ কূটনীতিকদের দাবার দীক্ষা দিয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
খেলার পাশাপাশি কোচিংও করান রাজীব। নবীন ও পেশাদার দাবাড়ুদের বাইরেও পেশাজীবীদের দাবা শেখানোর অভিজ্ঞতা এবারই প্রথম রাজীবের। নতুন অভিজ্ঞতা সম্পর্কে এই গ্র্যান্ডমাস্টার বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ, সময়ের চাপ ও আনুষঙ্গিক বিষয়ের জন্য দাবা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় খেলার বাইরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে। পররাষ্ট্র মন্ত্রণালয় নবাগতদের ট্রেনিংয়ে দাবার সেশন বিগত কয়েক বছর ধরেই রেখেছে। আমি এবারই প্রথম ট্রেনিং করালাম। এর আগে শুনেছি জিয়া ভাই করিয়েছিলেন।’
আট দিনের ট্রেনিং গতকাল সমাপ্ত হয়েছে। দাবার এই প্রশিক্ষণ ভবিষ্যত কূটনৈতিকদের পেশাগত সংকট মোকাবিলায় প্রাথমিক ভিত বলে মনে করেন রাজীব, ‘আসলে ৮ দিন দাবা পূর্ণাঙ্গ শেখার জন্য যথেষ্ট নয়। এই স্বল্প সময়ের মধ্যে মৌলিক কিছু কলাকৌশল শেখানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া, বাজে সময়ে ধৈর্য ধারণ, ভবিষ্যতের কৌশল নির্ধারণসহ ইত্যাদি বিষয় দাবার মাধ্যমে পেশাগত সংকট-সম্ভাবনার সঙ্গে সংমিশ্রণ করা হয়েছে।’
ফরেন সার্ভিস একাডেমিতে দাবার প্রশিক্ষণ সেশনে ছিলেন বিদেশি কয়েকজনও। তাদের সম্পর্কে রাজীব বলেন, ‘আফ্রিকা মহাদেশের কয়েকজন ছিলেন। তারাও দাবার মাধ্যমে নিজেদের শিক্ষা গ্রহণের চেষ্টা করেছেন।’
এজেড/এএইচএস