কোচ হওয়ার পরদিনই মাঠে নেমে পড়লেন সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচ হচ্ছেন–এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল দেশের ক্রিকেট পাড়ায়। টাইগার ক্রিকেটের ভক্তরাও চাচ্ছিলেন যেন জাতীয় দলের কোচিংয়ে আসেন তিনি। সেই গুঞ্জন সত্যি হলো গতকাল (মঙ্গলবার)। সালাউদ্দিনকে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।
আর নিয়োগ দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আজ বুধবার মাঠে নেমে পড়েছেন দেশের জনপ্রিয় এই কোচ। মিরপুর শের-ই বাংলার ইনডোরের আউটারে ব্যাটারদের সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর জাতীয় দলের প্রাকটিস কিট গায়ে চাপিয়ে অনুশীলনে দেখা গেল সালাউদ্দিনকে। সবকিছু ঠিক থাকলেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।
এর আগে গতকাল বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিসিবি মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। দুই দশক ধরে কোচিং করানো সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন। সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে তিনি দলকে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনেও উন্নীত করেন।’
এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল কোচ। বিপিএলে একাধিক আসরে শিরোপা জেতা এই কোচ ঢাকা প্রিমিয়ার লিগেও পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি।
এসএইচ