বাংলাদেশকে নিয়ে নিজেদের ভাবনা জানালেন আফগান অধিনায়ক
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত’র দল আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল (৬ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে। এর আগে ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দুটি টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ।
টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে। যদিও স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার এখনও যোগ দিতে পারেননি দলের সাথে আমিরাতে। তবে বাংলাদেশের এসব বিষয় নিয়ে ভাবছেন না আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী।
আরও পড়ুন
প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে আজ শহীদি বলেন, ‘আসলে আমি এটা জানতাম না (২ বাংলাদেশি ক্রিকেটারের ভিসা জটিলতা)। তবে আগেই যেটা বললাম আমরা তাদের নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়েই ভাবছি। আমরা নিজেদের দলে মনোযোগ ধরে রাখছি। আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি। নিজেদের শতভাগ দিতে চেষ্টা করছি। তাদের স্কোয়াডে কী হয়েছে না হয়েছে আমি আসলে তা জানি না। চেষ্টা করছি নিজেদের দলের মাঝেই মনোযোগ ধরে রাখতে।’
শহীদি আরও বলেন, ‘আমরা একদম ভালোভাবে প্রস্তুত আছি। একইসাথে তাদের দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমাদের এখন দেখতে হবে তাদের পরিবর্তে কারা দলে আসছে।’
এসএইচ/এএইচএস