‘সব কুফা একসঙ্গে লেগেছে কি না’ প্রশ্নে যা বললেন শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে ফরম্যাটে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এর আগে দুটি টেস্ট সিরিজ ও একটি টি-টোয়েন্টি সিরিজে নাজমুল হোসেন শান্ত’র দল ধবলধোলাই হয়েছে। যদিও পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা। তবে তাদের সেই অর্জন ম্লান হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায়।
এবার ভিন্ন ফরম্যাটে ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছেন শান্ত-মুশফিকরা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামীকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের আগেও জল্পনা কম হয়নি। সিরিজটিতে খেলছেন না সাকিব আল হাসান, অসুস্থতার জন্য দলে নেই লিটন দাসও। সবশেষ ভিসা জটিলতায় আটকে গেছেন স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার।
সিরিজ শুরুর আগেরদিন আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়– সব কুফাই কি একসঙ্গে লেগেছে? জবাবে শান্ত বলেন, ‘কঠিন। আমার মনে হয় সবগুলো যদি স্মুথলি হতো, অবশ্যই দলের জন্য খুবই ভালো হতো। এটা নিয়ন্ত্রণের বাইরে। এই বিষয়গুলোর চেয়ে আমাদের যে সামর্থ্য আছে, সেটাকে কীভাবে কাজে লাগাতে পারি এখন তা গুরুত্বপূর্ণ। বাইরের এই বিষয়গুলো যদি সামনের সিরিজ পর্যন্ত স্মুথলি (স্বাভাবিক প্রক্রিয়া) চলে, তাহলে আমাদের দলের জন্য আরও ভালো হবে।’
বাংলাদেশের ব্যাটারদের আতঙ্কের নাম আফগান পেসার ফজল হক ফারুকী। তবে ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী শান্ত বলেন, ‘অবশ্যই (ফারুকী) দারুণ একজন বোলার। কিন্তু আমার মনে হয় এই দলের বিপক্ষে আমরা অনেক খেলেছি। ওই আইডিয়াটা তো অবশ্যই আছে। যারা টপ অর্ডারে ব্যাট করবে তাদের দায়িত্বটা নিতে হবে যে নতুন বলটা কীভাবে হ্যান্ডেল করবে।’
আরও পড়ুন
টপ-অর্ডারসহ সতীর্থদের কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয় যেকোনো ফরম্যাটেই টপ অর্ডার অর্থাৎ শুরুটা খুব গুরুত্বপূর্ণ। কেউ বেশি চাপ নিয়ে ব্যাটিং করুক, এই জিনিসটা আমি চাই না। ওপরের দিকে যারা ব্যাট করছে, তারা খেলাটা উপভোগ করুক। যতটুকু সামর্থ্য আছে, দলের জন্য খেলুক।’
এসএইচ/এএইচএস