লিভারপুলের প্রস্তাব ফেরানো অ্যামোরিমই ইউনাইটেডের কোচ
বেশ কয়েকদিন ধরেই আলোচনা ছিল রুবেন অ্যামোরিমকে নিয়ে। টানা ব্যর্থতার দায়ে গত ২৮ অক্টোবর এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকেই অ্যামোরিম ওল্ড ট্রাফোর্ডের ঠিকানায় নতুন কোচ হবেন বলে গুঞ্জন চলছিল। অবশেষে আজ (শুক্রবার) এলো সেই ঘোষণা। যদিও এর আগে তার লিভারপুলের দায়িত্ব নেওয়ারও জোর সম্ভাবনা তৈরি হয়েছিল। পরবর্তীতে তাদের প্রস্তাব ফেরান অ্যামোরিম।
এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইউনাইটেড। তবে পর্তুগিজ এই কোচ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত আগামী তিন ম্যাচ ইউনাইটেডের ডাগআউট সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। পরে স্পোর্টিং লিসবন থেকে অ্যামোরিম প্রধান কোচের দায়িত্ব নিতে ১১ নভেম্বর ওল্ড ট্রাফোর্ডে যাবেন। ২০২৭ সালের জুন পর্যন্ত পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড।
এক বিবৃতিতে ইউনাইটেড বলেছে, ‘রুবেন এ মুহূর্তে ইউরোপে রোমাঞ্চ ছড়ানো এবং দারুণভাবে মূল্যায়িত একজন কোচ। কোচ এবং ফুটবলার হিসেবে তিনি অনেক সমৃদ্ধ। স্পোর্টিং সিপির হয়ে দুটি প্রিমেইরা লিগ টাইটেল জিতেছেন, যা ক্লাবটির ১৯ বছরের ইতিহাসে প্রথম। ২০২৭ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি, সেটি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। ১১ নভেম্বর ইউনাইটেডে যোগ দেবেন অ্যামোরিম।’
— Manchester United (@ManUtd) November 1, 2024
২০২০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করলেও অল্প সময়ে খেলার ধরনে নজর কেড়েছেন ৩৯ বছর বয়সী অ্যামোরিম। তিনি মূলত দলকে সবসময় পজেশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবলের দর্শকপ্রিয় কৌশলে খেলান। তার হাত ধরে গত মৌসুমে দ্বিতীয় লিগ শিরোপা জেতে স্পোর্টিং লিসবন। এই সময়ে ক্লাবটি দুটি লিগ কাপও জিতেছে। যদিও ইউনাইটেডের মতো সাম্প্রতিক সময়ে অধারাবাহিক ক্লাবকে ফর্মে ফেরানো তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
অন্যদিকে, টেন হাগকে ছাটাইয়ের পর ইতোমধ্যে ইউনাইটেডকে একটি ম্যাচে পরিচালনা করেছেন রুড নিস্টলরয়। বুধবার রাতে লিগ কাপে তার অভিষেকের দিনে লেস্টার সিটিকে ইউনাইটেড ৫–২ গোলে হারিয়েছে। ক্লাবটির আগামী তিনটি ম্যাচেও তিনিই ডাগআউট সামলাবেন। গত মৌসুমে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করা ইউনাইটেড এবার (এখন পর্যন্ত) আরও খারাপ অবস্থানে। ৯ রাউন্ড শেষে মাত্র তিন ম্যাচে জয় পাওয়া দলটি ১১ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে। ইউনাইটেডে অ্যামোরিমের প্রথম ম্যাচটি হতে পারে ২৪ নভেম্বর, প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ ইপসউইচ।
এএইচএস