আইপিএলে হার্দিক-সূর্যের চেয়ে কম মূল্য, যা বলছেন রোহিত
বেশ লম্বা সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তবে গত আসরেই তাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়। যা নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। এরপর ধারণা করা হচ্ছিল নতুন আসরে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে রোহিতকে। তবে আবারও আসন্ন আইপিএলের রিটেনশনে (ধরে রাখা) তাকে রেখেছে মুম্বাই। তবে তার পারিশ্রমিক তুলনামূলক কম ধরা হয়েছে।
২০২৫ সালে হবে আইপিএলের অষ্টাদশ আসর। যার জন্য মেগা নিলাম হতে পারে চলতি নভেম্বরের শেষদিকে। যদিও এখনও সময় ও ভেন্যু নির্ধারিত হয়নি। তার আগে গতকাল বৃহস্পতিবার ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ সময়। এরপর প্রকাশিত তালিকায় মুম্বাই ৫ ক্রিকেটারকে ধরে রাখার কথা জানায়। অধিনায়ক হার্দিক পান্ডিয়াসহ দলটিতে আছেন– জাসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এবং তিলক ভার্মা।
ফ্র্যাঞ্চাইজিটি সর্বোচ্চ ১৮ কোটি রুপি পারিশ্রমিক ধরেছে তারকা পেসার জাসপ্রীত বুমরাহ’র। হার্দিক ও সূর্যকুমার যাদবের দাম সমান ১৬.৩৫ কোটি, রোহিতের ১৬.৩০ কোটি এবং তিলক ভার্মার জন্য ৮ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। দামের দিক থেকে রোহিতের চার নম্বরে থাকা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। যা নিয়ে ভারতীয় এই অধিনায়ক নিজেও কথা বলেছেন।
— Mumbai Indians (@mipaltan) October 31, 2024
মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কতটা আবেগ জড়িয়ে রয়েছে রোহিত সেটাই জানালেন ফ্র্যাঞ্চাইজির এক ভিডিও বার্তায়, ‘আমি মুম্বাইয়ে বিস্তর ক্রিকেট খেলেছি। এটাই সেই জায়গা, যেখানে আমি নিজের ক্যারিয়ার শুরু করি। সুতরাং, এই শহর আমার কাছে খুবই স্পেশাল। এ ছাড়া যখন আপনি একটি দলের হয়ে দীর্ঘদিন খেলেন, অনেক স্মৃতি ভিড় জমায়।’
আরও পড়ুন
এরপর নিজের পারিশ্রমিকের পরিমাণ নিয়ে সন্তুষ্ট কি না সেটাও বললেন অকপটে, ‘যেহেতু আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছি, তাই আমার মনে হয়ে এটাই (দামের দিক থেকে চতুর্থ) আমার সঠিক জায়গা। যেসব ক্রিকেটার সর্বোচ্চ মঞ্চে জাতীয় দলের হয়ে এখন প্রতিনিধিত্ব করছে, তাদের অগ্রাধিকার পাওয়া দরকার। আমি নিজেও এটা বিশ্বাস করি এবং এ নিয়ে আমি খুশি।’
— Mumbai Indians (@mipaltan) October 31, 2024
আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছে পাঁচবার। তবে তাদের গত কয়েকটি মৌসুম ভালো কাটেনি। এবার সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিতের, ‘গত ২-৩ বছরে আমাদের আইপিএল মোটেও ভালো কাটেনি। তবে আমরা সেটা বদলে দেওয়ার মরিয়া চেষ্টা চালাব।’
এএইচএস