অধিনায়ককেই ছেড়ে দিলো আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজি
আইপিএলের রিটেনশনের আগে বেশ একটা গুঞ্জনই ছিল। বিশেষ করে ইনফর্ম ক্রিকেটারকে ঋশাভ পান্ত দলছাড়া হচ্ছেন, এটাই ছিল আইপিএলের রিটেনশনে ডেডলাইন ডে’র আগে সবচেয়ে বড় গুঞ্জন। শেষ পর্যন্ত সেটাই হলো। হাঁটুর চোট সারিয়ে দেড়বছর পর মাঠে ফিরলেও আগের চেয়ে অনেকটাই ক্ষুরধার ছিলেন পান্ত। তাকে শেষ পর্যন্ত দিল্লির ছেড়ে দেয়া বেশ বড় এক ঘটনা বলা চলে।
দিল্লি ক্যাপিটালস ঋশাভ পান্তকে ছেড়ে দিচ্ছে এটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল পান্তেরই এক টুইটের সুবাদে। জানিয়েছিলেন, আইপিএলের নিলাম থেকে আমি ঠিক কত মূল্য পেতে পারি। সত্যিই তাকে ছেড়ে দিলো আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
তবে শুধু ঋষভ পান্তই না। বাদ পড়েছেন আরও দুই অধিনায়ক। এদের মাঝে আছেন কলকাতা নাইট রাইডার্সকে গত আসরেই শিরোপা এনে দেয়া অধিনায়ক শ্রেয়াশ আইয়ার। জাতীয় দলের রাডারে থাকলেও বিগত কয়েক মাস ধরেই কিছুটা বিতর্কিত এই ব্যাটার। দলের নিয়ম ভেঙে ঘরোয়া আসরে খেলেননি। আবার গতমাসেই রঞ্জি ট্রফিতে খেলে রান পাননি। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে আইয়ার পরীক্ষিত অনেকটা দিন থেকেই। তাকে ছেড়ে দেয়াও বেশ বড় এক ঘটনা।
আইপিএলের মেগা নিলামে থাকছে লখনৌ সুপারজায়ান্টের অধিনায়ক লোকেশ রাহুলের নামটাও। দলের সাবেক অধিনায়কের সঙ্গে ফ্র্যাঞ্চাইজ মালিক সঞ্জীব গোয়েঙ্কার বিরোধ গত আসরে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবার তাকে ছেড়েই দিলো লখনৌ।
একাধিক গণমাধ্যমের খবর, লোকেশ রাহুলকে দলে পেতে মুখিয়ে আছে চার ফ্র্যাঞ্চাইজি। তবে এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাহুলের সাবেক দলটি নিজেদের ঘরের ছেলেকে ফেরত চাইছে।
আরও পড়ুন
এছাড়া গুঞ্জন ছিল আইপিএলের আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও। তবে রিটেনশনে ১৬ কোটি ৩৫ লাখ রুপিতে রোহিতকে ধরে রেখেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।
জেএ