রিয়ালকে নিয়ে লা লিগা সভাপতির বিস্ফোরক মন্তব্য
ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ঘোষণা নিয়ে এবার কম বিতর্ক হয়নি। ভিনিসিয়ুস জুনিয়র আকর্ষণীয় এই পুরস্কার না পাচ্ছে না গুঞ্জন উঠতেই অনুষ্ঠানটি বয়কট করে রিয়াল মাদ্রিদ। ওই ঘটনাকে ক্লাবের প্রতি ‘অসম্মান’ দাবি করে দলের কেউই সেই অনুষ্ঠানে যায়নি। সে কারণে এবার রিয়ালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লা লিগা প্রধান হাভিয়ের তেবাস।
গত সোমবার প্যারিসের থিয়েটার দু শাটলেটে জমকালো এক অনুষ্ঠানে স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতে ব্যালন ডি’অর তুলে দেয় ফ্রান্স ফুটবল। এ নিয়ে আগেই গুঞ্জন ছড়িয়ে পড়তে প্যারিসের ফ্লাইট বাতিল করে রিয়াল। অথচ ভিনি ব্যালন জিতবে এমন ভাবনায় পরবর্তী উদযাপন অনুষ্ঠানও নাকি তারা ঠিক করে রেখেছিল। লস ব্লাঙ্কোসরদের অনুষ্ঠানটি বয়কট করার বিষয়টিকে ‘মাত্রাতিরিক্ত’ উল্লেখ করে তারা ‘অবিচারের শিকার’ হিসেবে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ লা লিগা সভাপতির।
এ নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লেকিপে–কে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন স্প্যানিশ ক্লাব ফুটবলের প্রধান। হাভিয়ের তেবাস বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদের একজন ভক্ত। ক্লাবটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে তারা ভদ্রোচিতভাবে ম্যাচ হারলেও প্রতিপক্ষের সঙ্গে আন্তরিকতার সঙ্গে হাত মেলায়। আমার মতে, রিয়াল মাদ্রিদ তাদের সেই স্পিরিট অনেক আগেই হারিয়েছে।’
— LÉQUIPE (@lequipe) October 29, 2024
এরপরই রিয়ালের ব্যালন অনুষ্ঠানে না যাওয়ার বিষয়টি অপ্রয়োজনীয় ও বাড়াবাড়ি উল্লেখ করে তেবাস বলেন, ‘তাদের উচিৎ ছিল সেই অনুষ্ঠানে যোগ দেওয়া এবং ফ্রান্স ফুটবলের প্রচলিত পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হয়নি। যেটি খুবই স্বচ্ছভাবে করা হয়, ১০০ জন সাংবাদিক সেখানে ভোট দিয়ে থাকেন। রিয়ালের নিজেদের ভিকটিম প্রমাণ করার বিষয়টি অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত। আমি জানি না আসলে তারা কোন পথে যেতে চাচ্ছে।’
আরও পড়ুন
ভিনি না জিতলেও ভিন্ন তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ, কিলিয়ান এমবাপে ও কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল পুরুষ ফুটবলে সেরা ক্লাবের পুরস্কার জিতেছে। কারণ আগের মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগসহ শিরোপার ট্রেবল জিতেছে লস ব্লাঙ্কোসরা। এ ছাড়া পুরুষ ফুটবলের সেরা কোচের ট্রফি গেছে রিয়াল বস আনচেলত্তির দখলে। সর্বোচ্চ ৫২ গোলের জন্য গার্ড মুলার ট্রফি জিতেছেন গত মৌসুমে পিএসজিতে খেলা এমবাপে। তবে সমান গোলের জন্য যৌথভাবে এই পুরস্কার জেতেন হ্যারি কেইনও।
এবারের ব্যালন ডি’অর–এ সাংবাদিকদের সর্বোচ্চ ভোটে প্রথমবার পুরস্কারটি জেতেন রদ্রি। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলেছেন ৬৩টি ম্যাচ। যেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনি। সেরা তিন (জ্যুড বেলিংহ্যাম) ও চারে (দানি কারভাহাল) থাকা দুজনও একই ক্লাবের।
এএইচএস