রোনালদোর পেনাল্টি মিসে শেষ ১৬ থেকে আল নাসরের বিদায়
আল-তাউনের বিপক্ষে পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। একেবারেই শেষ সময়ে রেফারির বাঁশি বাজল আল-নাসরের পক্ষে। স্পটকিক থেকে সমতায় ফেরা সঙ্গে ম্যাচ বাঁচানোর সুযোগ। স্বাভাবিকভাবেই পেনাল্টি নিতে এগিয়ে এলেন রোনালদো। কিন্তু ৯৬ মিনিটে পর্তুগিজ মহাতারকার নেয়া পেনাল্টি গেল গোলবারের অনেকটা ওপর দিয়ে।
আল-তাউনের বিপক্ষে আর ম্যাচে ফেরা হয়নি আল-নাসরের। ফলাফল ১-০ গোলের হার। আর তাতেই কিংস কাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোদের। এই হারের পরে আল-নাসরের হয়ে ঘরোয়া কাপ আসরে শিরোপা জেতার অপেক্ষা আরেকটু লম্বা হলো রোনালদোর জন্য।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়ে যায় আল-নাসর। অ্যান্ডারসন তালিসকা বল ডিবক্সের ভেতর পেয়েই নিয়েছিলেন জোরালো শট। প্রতিপক্ষ গোলরক্ষক অবশ্য সেটা ফিরিয়ে দিয়ে হতাশ করেন নাসরকে। নিষ্প্রাণ প্রথমার্ধে খুব জোরালো কোনো সুযোগ আর পায়নি নাসর। বিপরীতে শক্তিশালী প্রতিপক্ষের সামনে নিজেদের রক্ষণেই মনোযোগী ছিল আল-তাউন।
— CentreGoals. (@centregoals) October 29, 2024
পুরো ম্যাচে দলের মতো রোনালদো নিজেও সুযোগ পেয়েছেন কম। দ্বিতীয়ার্ধেই একেবারে শেষের দিয়ে পেয়েছিলেন ফ্রি-কিক। গোলরক্ষকের দিকে নেওয়া রোনালদোর ফ্রিকিক দারুণ সেইভে ফিরিয়ে দেন তাউন গোলরক্ষক মাইলসন। এর আগে ৭১ মিনিটে ঘরের মাঠে লিড নেয় আল-তাউন। ডিফেন্ডার ওয়ালিদ আল আহমেদ কর্নার থেকে হেডে বল জড়ান আল-নাসরের জালে।
৭১ মিনিটে সেই গোলের পরে আল-নাসর বহু প্রচেষ্টা করেও নিজেদের আর ফেরাতে পারেনি ম্যাচে। ৯৬ মিনিটে পেনাল্টিতেই অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নেয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রোনালদোর পেনাল্টি মিস তা আর হতে দেয়নি। ক্যারিয়ারে এটি রোনালদোর ৩১তম পেনাল্টি মিস। সর্বোচ্চ পেনাল্টি মিসের তালিকায় মেসির সমান অবস্থান এখন তার।
আরও পড়ুন
এই হারের পর টানা তৃতীয় বছর কিংস কাপ থেকে হতাশ হয়ে বিদায় নিতে হচ্ছে রোনালদোকে। অবশ্য এ মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনালদোদের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি।
পরের সপ্তাহেই আবার বিগ ম্যাচে নামতে হবে রোনালদোকে। সৌদি লিগের সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে মাঠে দেখা যাবে সিআরসেভেনকে।
জেএ