ব্যালন না জেতায় আকর্ষণীয় বোনাস হাতছাড়া ভিনিসিয়ুসের
ক্রীড়াঙ্গনে বিশেষ কোনো স্বীকৃতি কেবল মর্যাদা কিংবা বিশেষ মাইলফলকই হয়ে থাকে না, এরসঙ্গে জড়িয়ে আছে আর্থিক কিছু হিসাবও। ব্যক্তিগতভাবে কোনো পুরস্কার জিতলে সেটি দল কিংবা ক্লাবেরও মান উন্নত করে। তাদের আর্থিক মূল্য বাড়ায় স্পন্সর কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে। বিপরীতে ওই দলও নির্দিষ্ট খেলোয়াড়কে বিনিময় মূল্য দেয়। তেমনই একটি আকর্ষণীয় বোনাস হাতছাড়া করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ‘‘ব্যালন ডি’অর’’ বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি। এই পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। তবে শেষ পর্যন্ত জুরি বোর্ডের ভোটে তাকে পেছনে ফেলে ব্যালন জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ বা সংক্ষেপে রদ্রি। যদিও প্রেস্টিজিয়াস গোল্ডেন বলের সঙ্গে কোনো অর্থপুরস্কার দেওয়া হয় না। তবে সেটিকে কেন্দ্র করেই আর্থিক হিসাব রয়েছে। সেরকম একটি গাণিতিক হিসাব সামনে এনেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
এক প্রতিবেদনে তারা বলছে, ব্যালন ডি’অরের দৌড়ে ফেবারিট থাকলেও সেই সম্মান পাননি ভিনি জুনিয়র। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সেই পুরস্কার ক্যাশ টাকায় না দিলেও, রিয়াল মাদ্রিদ তারকার চুক্তিতে থাকা প্রায় ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) বোনাস হাতছাড়া হয়েছে। তার চুক্তিতে ব্যালন (যেকোনো দলীয় ও ব্যক্তিগত স্বীকৃতি) জিতলে এ সংক্রান্ত বোনাস প্রাপ্তির শর্ত ছিল।
এই সমপরিমাণ অর্থ স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ভিনিসিয়ুসের সর্বশেষ চুক্তিতে উল্লেখ করা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে উভয়পক্ষ চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ করেছিল। এর আগে ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে মাদ্রিদে যোগ দিয়েছিলেন ২৪ বছর বয়সী এই তারকা। করিম বেনজেমা সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ার পর তার জায়গায় ভিনিকেই রেখেছিল ক্লাবটি।
আরও পড়ুন
২০২২ সালে ব্যালন ডি’অর জিতে সাবেক ফরাসি ফরোয়ার্ড বেনজেমাও রিয়ালের কাছ থেকে বোনাস পেয়েছিলেন। গ্লোবো জানতে পেরেছে, বর্তমান এই আল ইত্তিহাদ তারকার চেয়ে সেই বোনাসের পরিমাণটা বেশিই হতো ভিনির। তবে নাটকীয়ভাবে ব্যালনের পাশাপাশি সেই প্রাপ্তিও নিকটদূরত্ব থেকেই হাতছাড়া হয়েছে।
যাইহোক, ক্লাবের কাছ থেকে প্রায় প্রতিটি দলীয় ও ব্যক্তিগত সাফল্যের পর বোনাস পেয়ে থাকেন ভিনিসিয়ুস–সহ অন্যান্য খেলোয়াড়রা। চলতি বছরেও তেমন সুযোগ রয়েছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের সামনে। ফিফা বেস্ট প্লেয়ার পুরস্কার জিততে পারলেও বড় বোনাস থাকবে তার জন্য। যদিও সেই পুরস্কারের তারিখ এখনও ঘোষণা হয়নি।
এএইচএস