ভিনিসিয়ুসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোয় গ্রেপ্তার ৪
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে ক্ষেপাতে বর্ণবাদী আচরণের ঘটনা নতুন নয়। এ নিয়ে গত বছর স্প্যানিশ ফুটবলে তোলপাড় সৃষ্টি হয়েছিল। বর্ণবাদী গালি কিংবা ভিনির বিরুদ্ধে মাঠে ও মাঠের বাইরে বিদ্বেষ ছড়ানোয় শাস্তিও পেয়েছেন বেশ কয়েকজন দর্শক। তবে আবারও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রতিবেদনে আজ (বৃহস্পতিবার) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। তবে ওই ঘটনা এখনকার নয়, গত ২৯ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচ শুরুর আগে অ্যাতলেটিকোর বিপক্ষে লা লিগা তিনটি অভিযোগ করে। তারই ভিত্তিতে তদন্তের পর স্পেনের পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সংবাদমাধ্যমটিকে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দর্শকরা (মেট্রোপলিটন) স্টেডিয়ামে গিয়ে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করতে দর্শকদের প্ররোচিত করেছিল। এর আগে অ্যাতলেটিকোর কয়েকজন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোশ পরে স্টেডিয়ামে যাওয়ার কথা জানিয়েছিল। তাদের লক্ষ্য ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি দিলেও যাতে ধরা না পড়ে।
আরও পড়ুন
এর আগে ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করায় গত জুনে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। সেপ্টেম্বরে মায়োর্কার আরেক সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভিনি ২০০৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে বিপক্ষ ক্লাবের সমর্থকদের কাছ থেকে এমন আচরণের মুখোমুখি হয়ে আসছেন।
প্রসঙ্গত, গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ শিরোপার ট্রেবল জিতে রিয়াল মাদ্রিদ। যেখানে দলের এমন সাফল্যে বড় ভূমিকা ছিল ভিনিসিয়ুসের। সে কারণে ব্যালন ডি’অরের দৌড়ে অনেকেই এগিয়ে রাখছেন এই রিয়াল ফরোয়ার্ডকে। ভিনি সাম্প্রতিক সময়েও ক্লাবটির জার্সিতে বেশ ফর্মে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন তিনি। ম্যাচটিতে রিয়াল জয় পায় ৫-২ গোলে।
এএইচএস