কোহলিকে ছাড়িয়ে গেলেন পান্ত
বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন ঋষভ পান্ত। সড়ক দুর্ঘটনা থেকে ফেরার পর সর্বসাকুল্যে খেলেছেন তিন টেস্ট। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ২০ রান করা বাঁহাতি উইকেটকিপার ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেছেন ৯৯ রান। যদিও সেই ম্যাচে কিউইদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। তবে এমন ব্যাটিং পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পান্তের।
তিন ধাপ এগিয়ে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি। ৭৪৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছেন বাঁহাতি এই ব্যাটার। তার সতীর্থ কোহলির অবস্থান আটে। এক ধাপ পিছিয়ে যাওয়া সময়ের অন্যতম সেরা ব্যাটারের রেটিং ৭২০। ভারতের ব্যাটারদের মাঝে সবার উপরে আছেন যশস্বী জয়সাওয়াল। বাঁহাতি ব্যাটার আছেন চার নম্বরে। ভারতের বিপক্ষে ৩৬ বছর পর টেস্ট জয়ে বড় অবদান রেখেছেন রাচিন রবীন্দ্র।
প্রথম ইনিংসে ১৩৪ রান করা বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৩৯ রানে। এমন পারফরম্যান্সে পর ৩৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি। নিউজিল্যান্ডের আরেক ব্যাটার ডেভন কনওয়ে ৯১ ও ১৭ রান করেছেন। বাঁহাতি ব্যাটার ১২ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩৬ নম্বরে। ভারতের বিপক্ষে পাওয়া জয়ের ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ডানহাতি পেসার দুই ধাপ এগিয়ে নয়ে উঠে এসেছেন। ৭৫১ হেনরির ক্যারিয়ার সেরা রেটিং।
আরেক পেসার উইলিয়াম ও’রুর্কি ৭ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ৩৯ নম্বরে স্থানে। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। তার সতীর্থ বেন ডাকেট ১১৪ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ড্যারিল মিচেলের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১ রান করা আঘা সালমান ৬৩ রান করেছেন পরের ইনিংসে।
পাকিস্তানের ডানহাতি ব্যাটার ৮ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিংয়ে সালমান আছেন ১৪ নম্বরে। পাকিস্তানের ব্যাটারদের মাঝে তিনিই সবার উপরে। বাকিদের মাঝে বাবর আজম ১৯তম, মোহাম্মদ রিজওয়ান ২১তম এবং সাউদ সাকিল আছেন ২৭তম স্থানে। মুলতানে ১১ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারাতে বড় অবদান রেখেছিলেন নোমান আলী। বাঁহাতি স্পিনার আছেন ১৭ নম্বরে। আরেক স্পিনার সাজিদ খান ৯ উইকেট নিয়ে ২২ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন।
সাদা বলের ক্রিকেটেও বেশ কিছু পরিবর্তন এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে আটে পাথুম নিশানকা, ছয় ধাপ এগিয়ে ১২তম স্থানে জায়গা করে নিয়েছেন কুশল মেন্ডিস। বোলারদের মাঝে দুই ধাপ এগিয়ে তিনে মাহিশ থিকশানা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা এক ধাপ এগিয়ে আছেন ছয় নম্বরে।
এইচজেএস