ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
পুরুষদল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরেছে কদিন আগেই। এবার দক্ষিণ আফ্রিকার নারীদের পালা নিজের দেশে বিশ্বকাপ নিয়ে যাওয়ার। সেই মিশনে ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুবাইয়ের ফাইনালে এদিন টসে জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। টসে জিতে অবশ্য নিউজিল্যান্ডকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাদ দিলে এবারের বিশ্বকাপে নিজেদের জয় পাওয়া সব ম্যাচেই আগে ব্যাট করেছিল নিউজিল্যান্ড। ফাইনালে লরা উলভার্টের সিদ্ধান্তে তাই খুব একটা অখুশি হওয়ার কথা নয় কিউই নারী দলের অধিনায়ক সোফি ডিভাইনের। যদিও শেষ দুই ম্যাচে এখানে জয় পেয়েছে পরে ব্যাট করা দলই।
ফাইনালে দুই দলই নামছে একাদশে কোনো পরিবর্তন না করেই।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানিকি বশ, মারিজান্নে কাপ, ক্লোয়ি ট্রায়ন, সুনি লাস, অ্যানিরি ডেরেকসেন, নাদিনে ডি ক্লার্ক, সিনালো জাফতা, ননকুলুলেকো এমলাবা, আয়াবোনগা খাকা।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কার, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেল গেইজ (উইকেটরক্ষক), লিয়া তাহুহু, রোজম্যারি মায়ার, ইডেন কার্সন, ফ্রান জোনাস।
জেএ