আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন মোরাতা
আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেয়া হবে ওই দিন। যেখানে বার বার উঠে আসছে তিনটি নাম। তারা হলেন রিয়ালের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম এবং ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।
কয়েক দিন আগেই মার্কা জানিয়েছিল, ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই উঠবে বিদায় মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার। তবে স্পেনের এসি মিলান স্ট্রাইকার আলভারো মোরাতা মনে করেন, ম্যানচেস্টার সিটির রদ্রি ও রিয়াল মাদ্রিদের দানি কার্ভাহাল এগিয়ে আছেন। তার সেরা দুইয়ে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের।
আরও পড়ুন
মাদ্রিদ এক্সটা মোরাতার কাছে ২০২৪ ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে তার পছন্দ জানতে চাইলে তিনি বলেন, রদ্রি বা কার্ভাহালের হাতেই উঠবে এই পুরস্কার।
রদ্রি গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন। স্পেনের জার্সিতে উয়েফা ইউরো ২০২৪’র শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্ট জয়ের পর পেয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও।
এইচজেএস