এক ওভারে ৫ ছক্কা খাওয়া রিশাদকে নিয়ে যা বললেন হৃদয়
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে চমক দেখিয়েছিলেন রিশাদ হোসেন। এর আগে থেকেই অবশ্য তিনি ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। তবে ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি সিরিজে রিশাদ সেভাবে বলার মতো কিছু করতে পারেননি। তিনটি ম্যাচেই এই লেগস্পিন অলরাউন্ডার ছিলেন বিবর্ণ। গতকাল সঞ্জু স্যামসন তো রিশাদের এক ওভারেই হাঁকিয়েছেন ৫ ছক্কা। তবে এই অবস্থায় তিনি পাশে পাচ্ছেন সতীর্থদের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয় বলেন, ‘(রিশাদ) অবশ্যই ব্যাক (সমর্থন) করা জরুরি। আপনারা বললেন রিশাদ ভালো বল করেননি, কিন্তু যদি দেখেন বিশ্বকাপে এবং প্রতিটা জায়গায় সে ভালো বল করে আসছে। ইন্ডিয়ার উইকেটগুলো এমন উইকেট যেখানে যেকোনো দিন যেকোনো ভালো বোলারই মার খেতে পারে। টি-টোয়েন্টি রানের খেলা। ওভার-অল আমরা সবাই খারাপ করেছি।’
ভারতের বিপক্ষে লড়াই দেখাতে না পারায় বাংলাদেশ টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে। তবে এমন অবস্থা থেকে নিজেদের উন্নতি করার আশা হৃদয়ের, ‘আমরা অবশ্যই আমাদের টিমমেটদের ব্যাক করব। আমাদের এই টিমই দেখবেন ইনশাআল্লাহ সামনের দিকে ভালো করবে এবং এক্ষেত্রে আমার কাছে এটা একটা ভালো উদাহরণ মনে হয়েছে যে আমরা কীভাবে ফ্ল্যাট উইকেটে আরও ভালো করতে পারি। ব্যাটিং, ফিল্ডিং ও বোলিংয়ের ক্ষেত্রে। পরের বার যখন আসব, ভালো প্ল্যান নিয়ে অবশ্যই স্কিলে উন্নতি করে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।’
আরও পড়ুন
এদিকে, ম্যাচ শেষে রিশাদকে ৫ ছক্কা মারা নিয়ে কথা বলেছেন সঞ্জু স্যামসন। ভারতের হয়ে টি-টোয়েন্টি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা এই ওপেনার বলেন, ‘গত ২ বছর ধরে আমি ভাবছিলাম ওভারে ৬টি ছক্কা মারতে পারব আমি। এটা মজা করে বলা নয়, আমি এটা নিয়ে কাজ করছি আমার মেন্টর এবং কোচদের সঙ্গে। ফলে এমন কিছু করতে হবে। আমি অনুশীলন করে গেছি এটা নিয়ে এবং দারুণ কৃতজ্ঞ যে আজকে এটা করে দেখাতে পেরেছি।’
৪৭ বলে ১১১ রান করা এই উইকেটরক্ষক ব্যাটার আরও বলেন, ‘পাওয়ার প্লের পর আমার মনে হয়েছে আমি সেট। আগে ব্যাট করলে আপনি জানবেন না যে কত রান দরকার এখানে। খুব ভালো উইকেট ছিল। আমি চেষ্টা করেছি যত বেশি রান নেওয়া যায়। স্পিনার যখন আসলো তখন জানতাম আমি কী করতে পারি স্পিনারদের মোকাবিলায়। আমি চেষ্টা করেছি সেই ওভারে যত বেশি রান নেওয়া যায়। ফলে আমি শুধু চেষ্টা করেছি ছয় মেরে যেতে।’
এসএইচ/এএইচএস