বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে ভারতের এক ডজন রেকর্ড
ভারতীয় রেকর্ডের চাপে পিষ্ট বাংলাদেশ। কথাটাকে এভাবে বললে খুব একটা আপত্তি করবেন না কেউই। ভারতে দুর্গাপূজার দশমীর উৎসবের শুভেচ্ছাটা টস করতে এসেই জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। উপহারটাও তারা দিয়ে দিল প্রায় সঙ্গে সঙ্গেই। এতক্ষণে খেলাপ্রেমী হোন বা না হোন, ভারতের আজকের সংগ্রহ আপনারা কাছে জানা হয়ে গিয়েছে।
২০ ওভারে ২৯৭ রান তুলেছে ভারত। সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড। সূর্যকুমারের দুর্দান্ত ফিফটি। ১৮ বলে হার্দিক পান্ডিয়ার ৪৭ রান। বল হাতে দেশের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেল তানজিম হাসান সাকিবের। বাংলাদেশের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে ভারতের রানবন্যার খুব সংক্ষিপ্ত বিবরণ এটি।
তবে খানিক তলিয়ে দেখলে অন্তত এক ডজন রেকর্ড গড়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। সেসব রেকর্ডে জাগতে পারে বিষ্ময়। সঙ্গে অনেকটা লজ্জাও চাইলে পেতে পারেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হিসেবে।
২০ ওভারে ২৯৭
- ২৯৭ রান স্কোরবোর্ডে তুলেছেন ভারতের ব্যাটাররা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটিই টি–টোয়েন্টিতে সর্বোচ্চ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮ এখন দ্বিতীয় স্থানে।
- অবশ্য সবরকমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিবেচনায় ভারতের এই স্কোর দুইয়ে আছে। ৩১৪ রান করে সবার ওপরে নেপাল। প্রতিপক্ষ ছিল মঙ্গোলিয়া।
আরও পড়ুন
২২ ছক্কা, ২৫ চার
- বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানরা চার–ছক্কা মেরেছেন হেসেখেলে। ব্যাট ঘোরালেই যেন বাউন্ডারি। পুরো ইনিংসে ছক্কা ২২টি, চার হয়েছে ২৫টি। এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি হজমের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।
- সেইসঙ্গে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ২২ ছক্কাও হজম করেছে তারা। আগের রেকর্ড ছিল ১৫ ছক্কা হজমের। সেটা হয়েছে ঠিক এর আগের ম্যাচেই।
- এমনকি টেস্ট খেলুড়ে দেশের সাপেক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার লজ্জাজনক এক রেকর্ড এটাই। যৌথভাবে শ্রীলঙ্কার ২২ ছক্কা হজমের নজির।
সূর্য-স্যামসনের ১৭৩ রানের পার্টনারশিপ
- দ্বিতীয় উইকেটে ১৭৩ রান যোগ করেছেন সাঞ্জু স্যামসন আর সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিপক্ষে এটি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। ভেঙ্গেছে কুইন্টন ডি কক ও রাইলি রুশোর ১৬৮ রানের পার্টনারশিপ।
- ভারতের হয়ে দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে স্যামসনের সঙ্গে দীপক হুদা মিলে তুলেছিলেন ১৭৬ রান। আর সর্বোচ্চের হিসেবে তৃতীয়। সবার ওপরে রোহিত শর্মা আর রিংকু সিংয়ের ১৯০ রানের জুটি।
- আর ৪৩ রানে গড়া শতরানের এই পার্টনারশিপ যৌথভাবে তৃতীয় দ্রুততম শতরান জুটি। এর আগে ৩৯ এবং ৪২ বলে শতরান পার্টনারশিপ পূরণের কীর্তি আছে।
পাওয়ারপ্লেতে ৮২ রান
- ভারতের হয়ে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রান উঠেছে এদিন। বাংলাদেশের বিপক্ষেও টি-টোয়েন্টির প্রথম ৬ ওভারে সবচেয়ে বেশি রানের নজির এটি।
- আর এই রান তুলতে ১৫ বাউন্ডারি হাঁকিয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম ৬ ওভারে সবচেয়ে বেশি বাউন্ডারির নজির এটি।
দ্রুততম শতরানে স্যামসন আর ভারত
- টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম শতকের তালিকায় চার নম্বরে নিজের নাম তুলেছেন সাঞ্জু স্যামসন। ৪০ বলে করেছেন শতরান। দ্রুততম সেঞ্চুরি ডেভিড মিলারের। ৩৫ বলের সেই সেঞ্চুরিটাও ছিল বাংলাদেশের বিপক্ষে।
- অবশ্য উইকেটরক্ষকের হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ঠিকই নিজের করে নিয়েছেন স্যামসন। উইকেটরক্ষকের হিসেবে এর আগে দ্রুততম সেঞ্চুরির নজির ছিল জশ ইংলিশের। তার সেঞ্চুরি এসেছিল ৪৩ বলে।
- এদিন ৭ ওভার ১ বলে দলীয় শতরান পূরণ করেছে ভারত। দেশটির ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই এখন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
তানজিম সাকিবের খরুচে বোলিং
- বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে বেশি ৩ উইকেট পেয়েছেন। নিজের স্পেলে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন তানজিম সাকিব। তবে, সেটা আর দিনশেষে সাফল্য আনেনি। ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে স্পেল এটি।
জেএ