‘ভারত সফরে আসতে পারায় আমরা ভাগ্যবান, অনেক কিছু শেখা হয়েছে’
ভারত সিরিজে টানা হারের ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও চিত্র বদলায়নি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। তার আগে আজ (শুক্রবার) দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ফিল্ডিং কোচ নিক পোথাস। জানিয়েছেন, ভারত সফর থেকে শিক্ষা নেওয়ার কথা।
পোথাস বলেন, ‘ভারতে অনেক দলই এসে বাজে সফর কাটিয়ে যায়। আমাদেরকে যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কি না, সামনের দিকে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি আছে। কিংবদন্তি আছে কয়েকজন যারা তাদের বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন। আমরা সবসময়ই জিততে চাই, দুনিয়ার যে কোনো খেলাতেই এটি সবাই করে থাকে।'
'তবে আমাদের বাস্তবিকভাবেও চিন্তা করতে হবে। আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা সৎভাবে হতে হবে। ভারতের মত জায়গায় এসে আপনি কী শিখবেন? যা শিখবেন সেটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কারণ ভারত আপনাকে জানিয়ে দেবে আপনার কোথায় উন্নতি করতে হবে। ফলে সবসময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যখন কিনা আপনি ভারতে আসছেন।’-বলেন পোথাস।
কী শিক্ষা পাওয়া গেছে প্রশ্নে পোথাস বলেন, ‘আপনাকে ব্যক্তিগত প্লেয়ারদের স্কিলের দিকে নজর দিতে হবে। একটি ব্যাপার মানতেই হবে, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা সুপার ছিলাম। কারণটা হচ্ছে, এখানে ফিল্ডিংয়ে প্রতিপক্ষের কোনো প্রভাব নেই, পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে। ফলে এখানে প্লেয়ারদের অনেক কৃতিত্ব দিতে হবে ফিল্ডিংয়ের ব্যাপারে। এরপর বোলিং, ব্যাটিংয়ের দিকে যদি তাকান, একটি কাজ ভারত সবসময় করবেই তা হচ্ছে আপনাকে অনেক চাপে ফেলে দেবে। কারণটা হচ্ছে তাদের স্কিল। শিক্ষাটা হচ্ছে কীভাবে লম্বা সময় ধরে চাপটা সামাল দিতে পারবেন। খেলাটা বুঝবেন চাপের মাঝে লম্বা সময় ধরে। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন। এখানে পরিবর্তন আসতে থাকবে। এটা সম্মানের ব্যাপার ভারতে খেলতে পারাটা। যখন আপনি বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলবেন, তারা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোথায় উন্নতি করা দরকার।’
পোথাস আরো বলেন, ‘আপনি চাইলে বিশ্বের সেরা কারও সাথে কথা বলে দেখতে পারেন, তারা আপনাকে বলবে যে, প্রতিদিনই শেখার দিন। যখন আপনি শেখা বন্ধ করে দেবেন, তখনই সমস্যা শুরু হবে। ফলে এটা কোনো সমস্যা নয় আমাদের। এমনকি ভারতের সূর্যকুমার যাদবও ম্যাচ শেষে বলেছিল সে অনেক কিছু শিখেছে, বোলারদের কীভাবে ব্যবহার করতে হয়, সবসময় আপনাকে শিখতে হবে।’
এসএইচ/এফআই