বিপিএলে যে দলে নাম লেখালেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে একের পর এক চমক দিয়ে যাচ্ছে চিটাগাং কিংস। এবার বড় চমক হিসেবে নিজেদের দলে ভেড়াল সাকিব আল হাসানকে। সবকিছু ঠিক থাকলে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী– আসন্ন একাদশ বিপিএল আসর শুরুর কথা রয়েছে ২৭ ডিসেম্বর থেকে। ১৪ অক্টোবর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ড্রাফট অনুষ্ঠিত হবে। তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগ কাজে লাগাতে আটঘাট বেঁধে নেমেছে চিটাগাং কিংস।
সামাজিক মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে সাকিবের অন্তর্ভূক্তির কথা নিশ্চিত করেছে চট্টগ্রাম। তার ছবি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছে, ‘একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন।’ গত আসরে সাবেক এই টাইগার অধিনায়ক খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে।
The "A legend" joins the squad Shakib Al Hasan welcome to the Kingdom #bdctgkings #ctgkings #ChittagongKings
Posted by Chittagong Kings on Thursday, October 10, 2024
শুরুতে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও শ্রীলঙ্কার অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম। এরপর পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা পাকা করে রেখেছে বন্দরনগরীর দলটি। চট্টগ্রাম সবশেষ এবার দেশি ক্রিকেটার শরিফুল ইসলামকে দলে ভেড়াল। গত আসরে তিনি খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে, যাদের হয়ে এক ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন এই বাঁ-হাতি পেসার।
আরও পড়ুন
এদিকে, বিপিএলে এক দশক ফেরা দলটি সাকিবকে সাইনিং করালেও, তার খেলা নিয়ে সংশয় রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তার দেশে আসার বিষয়টি এখনও দোলাচলে। চলতি মাসেই ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে প্রথম ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নিতে চান সাকিব। এ জন্য অবশ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে রাজনৈতিক অবস্থান নিশ্চিত করতে বলেছেন। সেই প্রেক্ষিতে গতকাল ফেসবুকে ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে ক্ষমা ও রাজনীতিতে আসার ব্যাখ্যা দিয়েছেন সাকিব।
এসএইচ/এএইচএস