দেড় মাস পিছিয়ে গেল ঘরোয়া ফুটবলের মৌসুম
আগামী ১১ অক্টোবর বসুন্ধরা কিংস-মোহাডোনের চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ঘরোয়া ফুটবল শুরুর কথা ছিল। দুই দলই এই ম্যাচের জন্য অনুশীলনরত। তার আগমুহূর্তে আজ (বুধবার) পেশাদার লিগ কমিটির জরুরি সভায় আসন্ন ফুটবল মৌসুম দেড় মাস পেছানো হয়েছে।
শনিবার লিগ কমিটির সভা হওয়ার কথা ছিল। প্রবল বৃষ্টির জন্য সেই সভা বাতিল হয়। আজ বিকেলে লিগ কমিটি অনলাইনে জরুরি সভা করে। সেখানে ভেন্যু সংকট ও পারিপার্শ্বিক কারণে ঘরোয়া মৌসুম দেড় মাস পিছিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে নেওয়া হয়েছে। ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। এই নির্বাচনের পর সকল স্ট্যান্ডিং কমিটিও পরিবর্তন হবে। ফলে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত মূলত নতুন কমিটির হাতেই পড়বে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশটি দল। লিগ আয়োজনে অন্তত পাঁচটি ভেন্যু প্রয়োজন। আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছে বসুন্ধরা কিংস ও ময়মনসিংহের রফিকউদ্দিন আহদেম ভূঁইয়া স্টেডিয়াম রয়েছে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় থাকা কুমিল্লা, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়াম বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে পায়নি। মৌসুম পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ভেন্যুকে উল্লেখ করেছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, ‘আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেন্যুগুলো মনোনীত করেছিলাম, সেগুলো এখনও প্রস্তুত হয়নি। যেহেতু ভেন্যুগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষদিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।’
বাফুফের নিজস্ব কোনো ভেন্যু নেই। প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় গত তিন মৌসুম ধরেই জেলা স্টেডিয়ামগুলোতে খেলা পরিচালনা করছে বাফুফে। জেলা স্টেডিয়ামগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এবং জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে। আগামী দেড় মাসের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাঠ প্রস্তুতের আশাবাদ লিগ কমিটির চেয়ারম্যানের, ‘আমরা এই সময়ের মধ্যে আশা করছি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাঠ প্রস্তুত করতে পারব।’
৫ আগস্ট পরবর্তী সময়ে বড় ধাক্কা লেগেছে দেশের ক্রীড়াঙ্গনে। ফুটবল ক্লাবগুলোর দাবি ছিল মৌসুম একটু বিলম্বে শুরু করার। বাফুফে সেই দাবিতে প্রথমে ৪ অক্টোবরের পর এক সপ্তাহ পিছিয়ে ১১ অক্টোবর থেকে মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয়। ১১ অক্টোবর কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপ, ‘১৫ অক্টোবর ফেডারেশন কাপ এবং ১৮ অক্টোবর লিগ শুরুর কথা ছিল। তিন সপ্তাহ আগে হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী অনেক ক্লাবই অনুশীলন শুরু করেছে। এখন এই নতুন সিদ্ধান্তে খেলা পেছানোয় ক্লাবগুলোর ব্যয় আরও বাড়বে।’
এজেড/এএইচএস