মুশফিক-মাহমুদউল্লাহর সাথে থাকছেন মালান-মিলারও!
গেল মাসে তামিম ইকবালকে নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। শোনা যাচ্ছিল টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে। নতুন করে দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের হয়ে। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে আসন্ন বিপিএলেই দেখা যাবে তামিমকে।
গেলবারের মতো এবারো তিনি মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে। এ ছাড়া নতুন করে আরও কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলটি।
বিসিবি থেকে এখনো জানানো হয়নি কয়জন ক্রিকেটারকে রিটেনশন করা যাবে। যদি তিন জন হয় সেক্ষেত্রে তামিমের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম খেলবেন বরিশালে।
এ ছাড়া চারজন রিটেনশন হলে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকেও। ইতোমধ্যে ক্রিকেটারদের সাথে এ বিষয়ে কথা বলেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।
এ ছাড়া বিদেশি হিসেবে পুরো সিজনের জন্য থাকছেন ডেভিড মালান এবং ফাহিম আশরাফ। এদিকে আসরের শেষ ভাগে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের বরিশালে যোগ দেওয়ার কথা জানালেন মিজান। কোচিং স্টাফেও থাকছে কিছুটা পরিবর্তন।
গেলবার দলে থাকা ডেভ হোয়াটমোর থাকছেন না এবারের দলে। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।
এসএইচ/এফআই