বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ, কবে কোথায় খেলা
রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা জেগেছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও। তবে সে শঙ্কা উড়িয়ে আগামী মাসের ১৬ তারিখ ঢাকায় আসছে প্রোটিয়ারা।
আসন্ন এই সিরিজের জন্য আজ (সোমবার) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
FIXTURE | South Africa tour of Bangladesh 2024 #BCB #Cricket #BANvSA
Posted by Bangladesh Cricket : The Tigers on Monday, September 30, 2024
সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ অক্টোবর থেকে। ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। এরপর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর থেকে।
যার ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। দুই ম্যাচের সিরিজ শেষ করে ৩ নভেম্বর নিজ দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট।
এর আগে সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সম্প্রতি ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেন তারা।
এরপর মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন আফ্রিকার প্রতিনিধি দল। পরে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আফ্রিকার প্রতিনিধিরা। এরপর আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম টেস্ট | ২১-২৫ অক্টোবর | মিরপুর |
দ্বিতীয় টেস্ট | ২৯ অক্টো.- ২ নভেম্বর | চট্টগ্রাম |
এসএইচ/এফআই